আবারও আইপিএলে শানাকা, তবে বদলি হিসেবে

Featured Image
PC Timer Logo
Main Logo

আবারও গুজরাট টাইটান্সে ফিরেছেন দাসুন শানাকা

কোনো ম্যাচ না খেলেই এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে গেছেন গুজরাট টাইটান্সের গ্লেন ফিলিপস। গত ০৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বদলি ফিল্ডার হিসেবে নেমে কুঁচকিতে চোট পান এই কিউই অলরাউন্ডার। তার বদলি হিসেবে সরাসরি চুক্তিতে শ্রীলংকান অলরাউন্ডার দাসুন শানাকাকে দলে টেনেছে গুজরাট। এর আগে ২০২৩ সালে গুজরাটের হয়ে খেলেন সাবেক এই লংকান অধিনায়ক।

ফিলিপসের বদলি হিসেবে ডাক পাওয়া শানাকা ২০২৩ সালে গুজরাটের হয়ে কেবল তিন ম্যাচ খেলেছিলেন। সেই তিন ম্যাচে বাঁট হাতে তার সংগ্রহ ২৬ রান, কিন্তু বোলিংয়ের সুযোগ পাননি এক ম্যাচেও। তবে এবার তাকে ৭৫ লাখ রুপিতে দলে নিল গুজরাট।

হায়দরাবাদের বিপক্ষে সেই ম্যাচে গুজরাটের একাদশে জায়গা হয়নি ফিলিপসের। তবে শুরুতেই বদলি ফিল্ডার হিসেবে নামেন তিনি। ইনিংসের চতুর্থ ওভারের সময় বল থ্রো করতে গিয়ে কুঁচকিতে টান লাগে তার। এরপর মাঠে প্রাথমিক চিকিৎসা নিলেও আর ফিল্ডিং করতে পারেননি। গুজরাট ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এরপর জানানো হয়, কুঁচকির চোট এতটাই মারাত্মক যে আইপিএলের গোটা আসরে আর দেখা যাবে না তাকে।

এর আগে গত ৩ এপ্রিল গুজরাটের আরেক বিদেশি ক্রিকেটার কাগিসো রাবাদা ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দেশে ফিরে যান। কবে ফিরবেন, কবে দলের সাথে যোগ দিবেন; এখনও তা অনিশ্চিত। এই মৌসুমে সব মিলিয়ে ৭ জন বিদেশি ক্রিকেটার কিনেছিল গুজরাট।

banglanewsbdhub/জেটি

আইপিএল
আইপিএল ২০২৫
গুজরাট টাইটান্স
গ্লেন ফিলিপস
দাসুন শানাকা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।