এস আলম গ্রুপের কোম্পানি এস আলম সুগার রিফাইন ইন্ডাস্ট্রি লিমিটেডের জমি নিলাম করেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক।
এস আলম সুগার রিফাইনারি ইন্ডাস্ট্রি লিমিটেডের কাছে ব্যাংকটির পাওনা ১ হাজার ৭৭৭ কোটি টাকা। চট্টগ্রাম সাধারণ বীমা কর্পোরেট শাখা থেকে এ ঋণ রয়েছে। ওই ঋণের কারণে নিলামে উঠছে ২ হাজার ৯৭১ শতাংশ জমি। এ জমি নিলামের ঘোষণা দিয়েছে জনতা ব্যাংক।
জানা গেছে, জনতা ব্যাংক থেকে এস আলম গ্রুপের নেওয়া প্রায় ১০ হাজার কোটি টাকার পুরো ঋণই খেলাপি হয়ে গেছে। ফলে একের পর এক ঋণের বিপরীতে বন্ধক রাখা জমি নিলাম করছে জনতা ব্যাংক। ব্যাংকিং আইন অনুযায়ী আগে জমি নিলাম করা হবে, অন্যথায় অন্য প্রক্রিয়ার মাধ্যমে টাকা তোলা হবে।
এর আগেও খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের জমি নিলাম করে জনতা ব্যাংক। 1,850 কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে 20 নভেম্বর 1,860 শতাংশ জমি নিলাম করা হয়। গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেডকে এই পরিমাণ অর্থ পরিশোধ করা হয়নি। জনতা ব্যাংক চট্টগ্রামের সাধারণ বীমা ভবন কর্পোরেট শাখা থেকে এই ঋণ নেওয়া হয়েছে। ওই শাখায় নিলাম ডাকা হয়।
জনতা ব্যাংক সূত্রে জানা গেছে, এস আলম গ্রুপ ২০০৪ সাল থেকে জনতা ব্যাংকের গ্রাহক। গ্রুপটি ব্যাংকের চট্টগ্রাম জেনারেল ইন্স্যুরেন্স ভবন কর্পোরেট শাখা থেকে ৮০ শতাংশের বেশি ঋণ নিয়েছে। ১০ হাজার ১০০ কোটি টাকা ঋণের বিপরীতে ব্যাংকটি ২ হাজার ৭৪৯ কোটি টাকার জমি ও ভবন বন্ধক রেখেছে। অর্থাৎ এসব জমি ও ভবন বিক্রি করেও টাকা আদায় করতে পারবে না জনতা ব্যাংক।