স্পোর্টস ডেস্ক
৫ এপ্রিল ২০২৫ ১০:৩৩
আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক তিনি। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে রেকর্ডসংখ্যক শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। দুই মৌসুম ধরে আর নেতৃত্বে নেই ধোনি। তবে ধোনিকে আবার চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা জেগেছে। পরের ম্যাচেই চেন্নাইকে নেতৃত্ব দিতে পারেন ধোনি।
২০০৮ সাল থেকেই চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন ধোনি। তার নেতৃত্বে রেকর্ড ৫ বার শিরোপা জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি। মাঝে ২০২২ সালে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ধোনি। তার পরিবর্তে সেবার রবীন্দ্র জাদেজা নেতৃত্ব দেন দলকে। তবে বাজে পারফরম্যান্সের কারণে টুর্নামেন্টের মাঝপথেই ধোনিকে ফেরানো হয় অধিনায়ক হিসেবে। পরের বছর ধোনির নেতৃত্বেই শিরোপা জেতে চেন্নাই।
২০২৪ সালে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে আকস্মিকভাবে অধিনায়কত্ব ছাড়েন ধোনি। এরপর থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন ঋতুরাজ গায়কোয়ান্দ। এবারও তার অধীনেই খেলছে দল। তবে শেষ ম্যাচে রাজস্থানের বিপক্ষে চোট পাওয়ায় দিল্লির বিপক্ষে পরের ম্যাচে মাঠে নামা অনিশ্চিত গায়কোয়ান্দের।
নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে কে নেবেন চেন্নাইয়ের দায়িত্ব? দলের পক্ষ থেকে আভাস দেওয়া হয়েছে, ৫ এপ্রিলের ম্যাচে ঋতুরাজ ফিট না থাকলে ধোনির নেতৃত্বেই মাঠে নামবে চেন্নাই। এমনটা হলে প্রায় ২ বছর পর আজ চেন্নাইয়ের হয়ে টস করতে নামবেন ধোনি।
banglanewsbdhub/এফএম