আমাজনের শহরে বিশাল ধস, জরুরি অবস্থা ঘোষণা

Featured Image
PC Timer Logo
Main Logo

আমাজনের ব্রাজিলিয়ান শহর বুরিতিকুপুতে বিশাল আকারের ধসের সৃষ্টি হওয়ায় স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করেছে। এতে শত শত বাড়ি হুমকির মুখে পড়েছে, এবং প্রায় ১ হাজার ২০০ বাসিন্দা গৃহহীন হওয়ার ঝুঁকিতে রয়েছেন।

মারানহাও প্রদেশের বুরিতিকুপু শহরে ইতোমধ্যে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। শহরের মোট ৫৫ হাজার জনসংখ্যার মধ্যে ১ হাজার ২০০ জনের বসবাসের স্থান ক্রমশ বিস্তৃত একটি বিশাল খাদে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

শহর প্রশাসনের জারি করা জরুরি আদেশে বলা হয়েছে, ‘সাম্প্রতিক মাসগুলোতে এই ধসের পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এটি আবাসিক এলাকাগুলোর আরও কাছাকাছি চলে এসেছে।’

গত ৩০ বছর ধরে এই সমস্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষজ্ঞরা জানান, বৃষ্টিপাতের ফলে বালিময় মাটি ক্ষয়প্রাপ্ত হচ্ছে, পাশাপাশি অপরিকল্পিত নির্মাণকাজ ও বন উজাড়ের কারণেও পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

ব্রাজিলে এ ধরনের বড় ভূমিধসকে ‘ভোছোরোকা’ বলা হয়, যার অর্থ ‘পৃথিবীকে ছিঁড়ে ফেলা’।

ফেডারেল ইউনিভার্সিটি অব মারানহাওয়ের ভূগোলবিদ এবং অধ্যাপক মার্সেলিনো ফারিয়াস বলেন, ‘বর্তমান সময়ে ভারী বর্ষণের ফলে ধসের সমস্যা আরও প্রকট হচ্ছে।’

বুরিতিকুপুর জনকর্ম বিভাগ ও প্রকৌশলী লুকাস কনসেইসাও জানান, ‘জটিল এই পরিস্থিতির সমাধানে শহর কর্তৃপক্ষের সক্ষমতা সীমিত। এই সমস্যাগুলো ভূমিধস থেকে শুরু করে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরানোর কাজ পর্যন্ত বিস্তৃত।’

বাংলানিউজবিডিহাব/এনজে

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।