ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির জীবনের ওঠানামা গণমাধ্যমের জন্য নতুন কিছু নয়। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, সন্তান— সবই ছিল সংবাদ শিরোনামে। তবে এবার বিতর্ক উঠেছে তার দত্তক কন্যা প্রিয়মকে নিয়ে। গুঞ্জন ছড়ায়, নাকি তিনি মেয়েটিকে ফিরিয়ে দিয়েছেন! কিন্তু পরীমনি এবার আর চুপ করে থাকেননি। ফেসবুকে ক্ষোভ ঝেড়ে দিলেন পর্দার গ্ল্যামারকন্যা, কড়া ভাষায় জানালেন— ‘আমার মেয়ে কোনো ব্যবসায়িক কনটেন্ট না, বুঝে নিন।’
২০২২ সালের দিকে খবর রটে, পরীমনি একটি কন্যাশিশুকে দত্তক নিয়েছেন। সেই ছোট্ট প্রিয়ম ধীরে ধীরে ঢুকে পড়ে পরীর ঘরে, মনের ভিতরেও। সে সময় পরীমনির ভক্তদের কাছেও মেয়েটি হয়ে ওঠে পরিচিত মুখ। রাজ্য নামের পুত্রসন্তান ও প্রিয়ম— এই দুই শিশুর সঙ্গে পরীর মায়াবী জীবনের গল্প ধরা দিত সামাজিক মাধ্যমে।
কিছুদিন ধরেই সামাজিক মাধ্যমে একদল মানুষ প্রশ্ন তুলছিল— ‘প্রিয়ম কোথায়?’, ‘দত্তক কন্যাকে কি ফিরিয়ে দিয়েছেন পরীমনি?’ এই প্রশ্নগুলোই যেন পরীমনির সহ্যের সীমা ছাড়িয়ে যায়।
তিনি লেখেন, ‘কথায় কথায় ‘দত্তক’ ‘দত্তক’ বলে এদের কি মজা লাগে আমি সত্যিই বুঝি না। মেয়েটা আমার মেয়ে। এর বেশি কিছু জানার দরকার নেই।’
তার ভাষ্য অনুযায়ী, তিনি ইচ্ছা করেই হয়তো প্রিয়মের ছবি বা ভিডিও শেয়ার করছেন না, কিন্তু তাতে কারও খোঁচা মারা উচিত নয়। ‘আমার ইচ্ছে হলে বাচ্চাদের ছবি দেবো, না ইচ্ছে হলে দেবো না। সোজা হিসাব।’
পরীমনি আরও বলেন, ‘ঘরের ভেতর আমি তেল মেখে ঘরের কাজ করি, বাচ্চাদের জন্য রান্না করি। আমার জীবন আপনারা যতটা ‘চকচকে’ ভাবেন, ততটা না। আমি খুব সাধারণ একজন মা, আমার সন্তানদের যত্ন নিই নিজের হাতে।’
তিনি মনে করিয়ে দেন, শোবিজের মানুষ মানেই সারাক্ষণ ক্যামেরার সামনে থাকা কোনো রোবট নয়। তারাও রক্ত-মাংসের মানুষ, যাদের ব্যক্তিগত পরিসর ও অধিকার রয়েছে।
সবচেয়ে স্পষ্ট ও কঠিন বার্তাটি এসেছে এই কথায়: ‘এই কমেন্টে কমেন্টে আমার বাচ্চাদের খুঁজবেন না আর। আমি আমার বাচ্চাদের খালে ফালায়ে দিছি হিহিহি….. খুশি? হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।’
কাউকে কটাক্ষ করে বলা এই কথায় বোঝা যায়, তিনি কতটা আঘাত পেয়েছেন। আবার এটাও পরিষ্কার, সন্তানদের নিয়ে কোনো খোচা বা সন্দেহ তিনি বরদাশত করবেন না।
অনেক দিন ধরেই পরীমনিকে বড় পর্দায় দেখা যাচ্ছে না। সংসার, সন্তান ও নিজেকে সময় দিতেই বেছে নিয়েছেন বিরতি। তবে গুঞ্জন চলছে— শিগগিরই একটি নতুন সিনেমায় ফিরছেন তিনি। ফ্যানদের প্রত্যাশা, আবারও হয়তো আলোড়ন তুলবেন পর্দায়।