স্পেশাল করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৫
ঢাকা: আরও চারটি সাংগঠনিক জেলায় নতুন আহ্বায়ক কমিটি দিয়েছে বিএনপি। জেলাগুলোর মধ্যে রয়েছে— কুড়িগ্রাম, মাগুরা, নোয়াখালী এবং কুমিল্লা দক্ষিণ।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কুড়িগ্রাম জেলা
মোস্তাফিজুর রহমান মোস্তফাকে আহবায়ক ও আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
১. মোস্তাফিজুর রহমান মোস্তফা আহ্বায়ক
২. শফিকুল ইসলাম বেবু ১ নম্বর যুগ্ম আহ্বায়ক
৩. হাসিবুর রহমান হাসিব ২ নম্বর যুগ্ম আহ্বায়ক
৪. আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ সদস্য সচিব
৫. তাসভীর উল ইসলাম সদস্য
৬. মো. সাইফুর রহমান রানা সদস্য
৭. মো. ওমর ফারুক সদস্য
৮. আজিজুর রহমান (রৌমারি) সদস্য
৯. আবু বকর সিদ্দিক সদস্য
১০. আব্দুল বারী সরকার (চিলমারী) সদস্য
১১. আলহাজ আব্দুল আজিজ সদস্য
১২. নজির হোসেন (ফুলবাড়ী) সদস্য
১৩. ডা: ইউনুছ আলী সদস্য
১৪. সহিরুজ্জামান সাজু সদস্য
১৫ এ্যাড. বজলুর রশিদ সদস্য
১৬. আলতাফ হোসেন সদস্য
১৭. মিজানুর রহমান পিন্টু সদস্য
১৮. ফিরোজ আহমেদ সদস্য
১৯. রবিউল ইসলাম লেবু সদস্য
২০. এস এম আশরাফুল হক রুবেল সদস্য
২১. ইদ্রিস আলী সদস্য
২২. কফিল উদ্দিন আহম্মেদ খোকন সদস্য
২৩. শাহানুর আশরাফ জুয়েল সদস্য
২৪. মোসলেম উদ্দিন মোল্ল্যা দুলাল সদস্য
২৫. শাহিন শেখ রঞ্জু সদস্য
২৬. আজাহারুল ইসলাম মানু সদস্য
২৭. আবু হানিফ বিপ্লব সদস্য
২৮. জামিল আহম্মেদ সদস্য
২৯. রাশেদুল ইসলাম রিপন সদস্য
৩০. আরিফুর রহমান আরিফ সদস্য
৩১. আবু তাহের মিয়া সদস্য
৩২. মাহাবুবর রহমান (প্রাক্তন চেয়ারম্যান) সদস্য
৩৩. আবু মুসা দুলু সদস্য
৩৪. আজিজুল হক সদস্য
৩৫. সাঈদ আহম্মেদ বাবু সদস্য
৩৬. রফিকুল ইসলাম সদস্য
৩৭. এ্যাড. আশরাফ আলী সদস্য
৩৮. আবু দারদা হেলাল সদস্য
৩৯. মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব সদস্য
৪০. তারিক নাজমুল রোকন সদস্য
৪১. সাইফুদ্দিন আহম্মেদ এ্যাপোলো সদস্য
৪২. হেদায়ত হোসেন এলিস সদস্য
৪৩. রেজাউল করিম রেজা (জাগো বাহে পত্রিকা) সদস্য
৪৫. আল হামিদুজ্জামান সদস্য
৪৬. ডা: মাহাফুজার রহমান মারুফ সদস্য
৪৭. ডা: রফিকুল ইসলাম (বাধন) সদস্য
৪৮. হেলাল আহম্মেদ সদস্য
৪৯. রাশেদ-উদ-দৌলা সদস্য
৫০. মো. শফিকুল ইসলাম মোফাচ্ছেল সদস্য
৫১. এরশাদুল হক সদস্য
মাগুরা জেলা
আলী আহমেদকে আহবায়ক ও মনোয়ার হোসেন খাঁনকে সদস্য সচিব করে মাগুরা জেলা বিএনপির ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
১. আলী আহমেদ আহ্বায়ক
২. আখতার হোসেন যুগ্ম আহ্বায়ক
৩. আহসান হাবিব কিশোর যুগ্ম আহ্বায়ক
৪. ফারুকুজ্জামান ফারুক যুগ্ম আহ্বায়ক
৫. খাঁন হাসান ইমাম সুজা যুগ্ম আহবায়ক
৬. এ্যাড. রোকুনুজ্জামান যুগ্ম আহ্বায়ক
৭. আলমগীর হোসেন যুগ্ম আহ্বায়ক
৮. মিথুন রায় চৌধুরী যুগ্ম আহ্বায়ক
৯. শাহেদ হাসান টগর যুগ্ম আহ্বায়ক
১০. পিকুল খাঁন যুগ্ম আহবায়ক
১১. মনোয়ার হোসেন খাঁন সদস্য সচিব
১২. মোজাফফর হোসেন টুকু সদস্য
১৩. এ্যাড. সাখাওয়াত হোসেন সদস্য
১৪. এ্যাড. কুমুদ রঞ্জন বিশ্বাস সদস্য
১৫. এ্যাড. আব্দুর রশিদ সদস্য
১৬. জোয়ার্দার আশরাফুল আলম সদস্য
১৭. মুন্সি মঞ্জুরুল হাসান পিংকু সদস্য
১৮. ফারুক আহম্মেদ বাবুল সদস্য
১৯. বদরুল আলম হিরো সদস্য
২০. মো. জাহাঙ্গীর আলম বাচ্চু সদস্য
২১. অধ্যক্ষ মইমুর আলী মৃধা সদস্য
২২. কুতুব উদ্দিন আহমেদ সদস্য
২৩. এ্যাড. মিজানুর রহমান সদস্য
২৪. মাসুদ হাসান খাঁন কিজিল সদস্য
২৫. মুন্সি রেজাউল করিম সদস্য
২৬. খন্দকার আব্বাস উদ্দিন সদস্য
২৭. মেহেদী আল মাসুদ সদস্য
২৮. প্রভাষক রুহুল আমিন সদস্য
২৯. মো. সামসুর রহমান সামসু সদস্য
৩১. নাজমুল হাসান লিটন সদস্য
৩২. সৈয়দ আরাফুজ্জামান রিংকু সদস্য
৩৩. এ্যাড. তরিকুল ইসলাম কবির সদস্য
নোয়াখালী জেলা
মাহবুব আলমগীর আলোকে আহবায়ক ও হারুনুর রশিদ আজাদকে সদস্য সচিব করে নোয়াখালী জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
১. মাহবুব আলমগীর আলো আহ্বায়ক
২. এ্যাড. জাকারিয়া যুগ্ম আহ্বায়ক
৩. হারুনুর রশীদ আজাদ সদস্য সচিব
৪. হায়দার বি এস সি সদস্য
৫. এ্যাড. আব্দুর রহমান সদস্য
কুমিল্লা দক্ষিণ জেলা
জাকারিয়া তাহের সুমনকে আহবায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
১. জাকারিয়া তাহের সুমন আহ্বায়ক
২. সৈয়দ জাহাঙ্গীর আলম ১ নম্বর যুগ্ম আহ্বায়ক
৩. আমিরুজ্জামান আমির যুগ্ম আহ্বায়ক
৪. আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সদস্য সচিব
৫. হাজী আমিনুর রশিদ ইয়াসিন সদস্য
এর আগে, রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে পাঠানো এক বিবৃতিতে মেহেরপুর, নাটোর, বান্দরবান, চট্টগ্রাম দক্ষিণ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের কথা জানানো হয়।
আরও পড়ুন- ৮ জেলায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি
বাংলানিউজবিডিহাব/এজেড/ইআ