![](https://jathasomoy.com/wp-content/uploads/2025/02/39291815.jpg)
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত আশুলিয়ার ডেন্ডাবর, জামগড়া, খেজুরবাগান এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন বরগুনা জেলার পাথরঘাটা থানার মোস্তফার ছেলে মো. শাওন ও একই থানার শাহ-আলম মাতব্বরের মেয়ে হাফিজা। তারা স্বামী-স্ত্রী ও পেশায় পোশাক শ্রমিক। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার ফজলু মিয়ার মেয়ে ফারজানা বেগম, কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার মৃত লালমিয়ার ছেলে হৃদয় ও আশুলিয়ার খেজুরবাগান এলাকার রেডিয়ান্স জিন্স লিমিটেড কারখানার শ্রমিক মোস্তফা।
আশুলিয়া থানার পুলিশ জানায়, সোমবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আশুলিয়ার কাঁঠালবাগান এলাকার সুবেদার (অব.) মকবুলে বাড়ি থেকে ফারজানা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। একই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার আফাজ উদ্দিনের পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে স্বামী শাওন ও তার স্ত্রী হাফিজার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার সকালে আশুলিয়ার খেজুরবাগান এলাকার শাহ-আলমের বাড়ি থেকে হৃদয় নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয় পুলিশ। এদিকে দুপুরে আশুলিয়ার খেজুরবাগান এলাকার রেডিয়ান্স জিন্স লিমিটেড নামের একটি পোশাক কারখানার ভিতরে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় মোস্তফা নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। হত্যার পর মোস্তফার মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে এমন সন্দেহে করেছেন কারখানার শ্রমিকেরা। তারা কারখানায় বিক্ষোভ করেছেন।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) নুর আলম সিদ্দিকী কালবেলাকে বলেন, সোমবার বিকেল থেকে মঙ্গলবার দুপুর পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সবাই আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।