
প্রতীকী ছবি
হবিগঞ্জের মাধবপুরের সোনাই আশ্রয়ণ প্রকল্পের পাশের বীর নিবাসের সামনের ডোবা থেকে মায়েশা আক্তার নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত মায়েশা আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে। গত ৫ দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
মায়েশার পিতা বিল্লাল মিয়া জানান, গত শুক্রবার (১৮ জুলাই) মায়েশার স্বামী সোহাগ মিয়া ফোন করে জানান, মায়েশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের বাড়িতে এসেছে কি না জানতে চায়। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও মায়েশাকে পাওয়া যায়নি।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় সোহাগ মিয়ার বাড়ির পাশের ডোবায় কচুরিপানার ভেতর মায়েশার মরদেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। নিহতের শাশুড়ি রোমানা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।