ইংলিসের দুরন্ত সেঞ্চুরিতে রেকর্ড গড়া জয় অস্ট্রেলিয়ার

Featured Image
PC Timer Logo
Main Logo

৮৬ বলে ১২০* রান করেছেন জশ ইংলিস

লাহোরে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচটা যেন ছিল আজ রেকর্ড ভাঙ্গা-গড়ার খেলাও। চ্যাম্পিয়নস ট্রফিতে বেন ডাকেটের রেকর্ড গড়া ১৬৫ রানের ইনিংসে ইংল্যান্ডের রেকর্ড সর্বোচ্চ ৩৫১ রানের সংগ্রহ। সেই রেকর্ড টিকল না ঘণ্টা তিনেকের বেশি। জশ ইংলিশের দুর্দান্ত প্রথম সেঞ্চুরিতে মাত্র ৫ উইকেট হারিয়ে সেই রেকর্ড সংগ্রহ টপকে গিয়ে রান তাড়ার নতুন রেকর্ড গড়ল অজিরা।চ্যাম্পিয়নস ট্রফি তো বটেই যেকোনো আইসিসি ইভেন্টেও এটি সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড।

ইংল্যান্ডের করা ৩৫১ রান তোলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল নিউজিল্যান্ডের, ২০০৪ সালের আসরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪ উইকেটে ৩৪৭ রান তোলে কিউইরা।

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটাই সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। এতোদিন সফল রান তাড়ার রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার দখলে, ২০১৭ সালের আস্রে ভারতের দেওয়া ৩২২ রানের লক্ষ্য তাড়া করে জেতে লঙ্কানরা। কেবল চ্যাম্পিয়ন্স ট্রফিতেই নয়, আইসিসির যেকোনো টুর্নামেন্টে এটা সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। ২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪৫ রান তাড়া করে জেতে পাকিস্তান। ওয়ানডের ইতিহাসে এটা অষ্টম সর্বোচ্চ রান তাড়া।

ওয়ানডেতে এটা অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া। এই ফরম্যাটে তাদের সবচেয়ে বেশি রান তাড়া জেতার রেকর্ডটি ভারতের বিপক্ষে। ২০১৯ সালে ভারতের দেওয়া ৩৫৯ রানের লক্ষ্য তাড়া করে জেতে অজিরা। ইংল্যান্ডের বিপক্ষে এটা তাদের সফলতম রান তাড়া, আগের সর্বোচ্চ সফল রান তাড়া ছিল ৩৩৪।

ইংলিশদের দেয়া ৩৫২/৮ রানের লক্ষ্য মাত্র ৫ উইকেট হারিয়ে ৪৭.৩ ওভারে পেরিয়ে গেল অজিরা। কতটা বিধ্বংসী ব্যাটিং করেছে আজ অস্ট্রেলিয়া? ইনিংসে বাকি ছিল আরও ১৫ বল, এটাই বলে দিচ্ছে অত বড় রান তাড়া করতেও বেগ পেতে হয়নি তাদের। সাবলীল ব্যাটিংয়ে তিনটা দারুণ জুটিতে পাহাড়সম লক্ষ্য অনায়াসে ছুঁয়ে ফেলল অজিরা।

রান তাড়ায় নেমে শুরুতে হোঁচট খেলেও একেবারেই ঘাবড়ে যায়নি অজিরা। ২৭ রানে ট্রাভিস হেড আর স্টিভেন স্মিথকে হারায় অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেটে ৯৫ রানের জুটিতে দলকে লড়াইয়ে ফেরান ম্যাথু শর্ট আর মার্নাস লাবুশেন। ১২২ রানের মাথায় লাবুশেন ফেরার পর ১৪ রানের ব্যবধানে শর্টের উইকেটও হারায় অস্ট্রেলিয়া। এরপরই মূলত লড়াই জমিয়ে তোলেন ইংলিস ও অ্যালেক্স ক্যারি। পঞ্চম উইকেটে দুজন  মিলে গড়েন ১৪৬ রানের বড় জুটি। এই জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় অস্ট্রেলিয়া। চাপহীন ব্যাটিংয়ে  একবারও চড়ে বসতে দেননি ইংলিশ বোলারদের।

ব্রাইডন কার্সের বলে ব্যক্তিগত ৬৯ রানে বাটলারের হাতে ক্যারি ক্যাচ দিয়ে ফিরলে উইকেটে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। তার সাথে সেঞ্চুরিয়ান ইংলিসের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৩৬ বলে ৭৪ রান তুলে জয় নিশ্চিত করেন অস্ট্রেলিয়া। ৮৬ বলে আট চার ও ছয়টি ছক্কায় ১২০* রান করেন ইংলিস, ম্যাক্সওয়েল ১৫ বলে ৩২ রান করেন চারটি চার ও দুটি ছক্কায়।

এর আগে ১৬৫ রানের ইনিংস খেলেন ইংল্যান্ডের বেন ডাকেট, যা চ্যাম্পিয়নস ট্রফির ২৭ বছরের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এবং রেকর্ড গড়া সেই ইনিংসে ভর করে ইংল্যান্ড সংগ্রহ করে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাস সর্বোচ্চ ৩৫১/৮ রান।  জ টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউডের মতো তারকা পেসাররা নেই, তবুও ৪৩ রানের মধ্যেই দুই উইকেট পড়ে ইংলিশদের। সেখান থেকে দলকে লম্বা সময় টেনেছেন ডাকেট আর জো রট। তৃতীয় উইকেটে দুজন গড়েছেন ১৫৮ রানের জুটি। নিয়মিত সিংগেল রোটেশন আর বাজে বলে বাউন্ডারি আদায় করে সচল রাখেন রানের চাকা। ৭৮ বলে ৬৮ রানে ফেরেন জো রুট, জ্যাম্পাকে সুইপ করতে গিয়ে লেগ বিফোরের শিকার হন তিনি।

রুট আউট হওয়ার আগেই অবশ্য গুরুত্বপূর্ণ সেই জুটির পথেই চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম, নিজের ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পান ডাকেট ৯৫ বলে। সেই সেঞ্চুরিকে শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছেন ক্যারিয়ার সেরা ১৬৫ পর্যন্ত। গোটা ইনিংসে অজি বোলারদের দারুণ সামলালেও ডাকেটকে থামতে হয়েছে মাঝেমধ্যে হাত ঘোরানো মার্নাস লাবুশেনের বলে। এই অফ স্পিনারের নিচু হয়ে আসা বলে সুইপ করতে গিয়ে ব্যাটে-বলে হয়নি ডাকেটের। বল মিস করায় সোজা আঘাত হানে তার থাইপ্যাডে। রিভিউ নিয়েও রক্ষা হয়নি, থার্ড আম্পায়ার আউট ঘোষণা করায়। ১৪৩ বলে ১৭ চার ও তিন ছক্কায় রেকর্ড গড়া ১৬৫ রানের ইনিংসে থামেন ডাকেট।

ডাকেটের বিদায়ের পর অজিদের কফিনে শেষ পেরেকটা ঠুকেছেন জফরা আর্চার। দুই চার ও এক ছক্কায় ১০ বলে খেলেন ২১ রানের ইনিংস। তিন উইকেট নেন বেন ডোয়ারশুইস, দুটি করে উইকেট পেয়েছেন লাবুশেন ও জ্যাম্পা।

banglanewsbdhub/জেটি

অস্ট্রেলিয়া ক্রিকেট দল
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫
ইংল্যান্ড ক্রিকেট দল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।