আন্তর্জাতিক ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০২
ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একটি রুশ ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এই হামলায় কেন্দ্রটির প্রতিরক্ষামূলক কাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে ক্রেমলিন এ ঘটনার দায় অস্বীকার করে বলেছে, রাশিয়া পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় না। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং ইউক্রেন সরকার জানিয়েছে, হামলার ফলে ওই স্থানে বিকিরণ মাত্রা বৃদ্ধি পায়নি।
আইএইএ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে হামলাটি হয়েছে, তবে পারমাণবিক কেন্দ্রের অভ্যন্তরীণ প্রতিরক্ষামূলক কাঠামো অক্ষত রয়েছে।
ইউক্রেন চেরনোবিলে হামলার জন্য রাশিয়াকে দায়ী করলেও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এটিকে প্রচারণা বলে অভিহিত করেছেন।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের একাধিক হামলা প্রতিহত করেছে এবং ৫০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।
রাশিয়া আরও জানায়, ইউক্রেনের গোলন্দাজ বাহিনী জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের কাছের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে, যার ফলে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়েছে। এ হামলার কারণে এনারহোদার শহরের ৫০ হাজারের বেশি বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, চেরনোবিল ও জাপোরিঝিয়ার পারমাণবিক স্থাপনাগুলোর কাছে সাম্প্রতিক হামলাগুলো নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে, এবং সংস্থাটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
প্রসঙ্গত, চেরনোবিল পারমাণবিক কেন্দ্র ১৯৮৬ সালে বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার শিকার হয়েছিল, যখন একটি বিস্ফোরণে চতুর্থ চুল্লি ধ্বংস হয়ে যায়। অন্যদিকে, জাপোরিঝিয়া ইউরোপের সবচেয়ে বড় এবং বিশ্বের অন্যতম বৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
বাংলানিউজবিডিহাব/এনজে