ইনজুরিতে ইয়ামাল, এল ক্লাসিকো খেলতে পারবেন তো?

Featured Image
PC Timer Logo
Main Logo

এই মৌসুমের শুরু থেকেই তাকে খেলানো নিয়ে স্পেন ও বার্সেলোনা মধ্যে চলছে দ্বন্দ্ব। কুঁচকির ইনজুরিতে প্রায় তিন সপ্তাহ মাঠের থাকার পর খেলায় ফিরেছিলেন লামিন ইয়ামাল। তবে তার সেই ফেরা স্থায়ী হয়েছে মাত্র দুই ম্যাচ। বার্সা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে ইনজুরিতে পড়েছেন ইয়ামাল। আর এতেই ইয়ামালের আসন্ন এল ক্লাসিকো খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ইয়ামালকে নিয়েই ২৬ সদস্যের দল ঘোষণা করেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। এর কয়েক ঘন্টা পরই এক বিবৃতিতে তার চোটের কথা জানায় কাতালান ক্লাবটি।

বার্সা জানিয়েছে, চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচের পর ইয়ামালের কুঁচকির পুরোনো চোট ফিরে এসেছে। সেরে উঠে মাঠে ফিরতে কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ লাগবে তার।

কুঁচকির ইনজুরি নিয়েই গতবার স্পেনের হয়ে দুটি ম্যাচ খেলেছেন ইয়ামাল। এ নিয়ে বার্সার আপত্তি ছিল শুরু থেকেই। স্পেন তার ঠিকমতো যত্ন নিচ্ছে না বলেই অভিযোগ করেছিলেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। বাছাইপর্বের ম্যাচে পাওয়া সেই ইনজুরির কারণে বার্সার হয়ে ৪টি ম্যাচে মাঠে নামা হয়নি ইয়ামালের।

নতুন করে পাওয়া ইনজুরিতে আবারও বেশ কয়েকটি ম্যাচে ইয়ামালকে পাচ্ছে না বার্সা। ৫ অক্টোবর রোববার সেভিয়ার বিপক্ষে ম্যাচে থাকছেন না ইয়ামাল। আন্তর্জাতিক বিরতির পর ১৮ অক্টোবর লা লিগায় জিরোনার বিপক্ষে ও ২১ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচেও তার মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে।

সবকিছু ঠিকঠাক থাকলে ২৬ অক্টোবর মৌসুমের প্রথম ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে ইয়ামালের। শেষ পর্যন্ত ইয়ামাল সেই ম্যাচে খেলবেন কিনা, সেটা জানা জানে ম্যাচের আগেই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।