ইনাম আহমেদ চৌধুরী আর নেই – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকেলে ঢাকার বনানীতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

ইনাম আহমেদ চৌধুরীর ছেলে নাদিম চৌধুরী রাতে বলেন,  বাবা সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বনানীর বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাদিম চৌধুরী আরও বলেন, তার বোন ও অন্যান্য স্বজনেরা দেশের বাইরে আছেন। তারা ফেরার পর ৬ ফেব্রুয়ারি জানাজা ও দাফন হবে।

প্রসঙ্গত,  বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ইনাম আহমেদ চৌধুরী প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৮ সালের ডিসেম্বরে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন তিনি। তাঁকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়। ইনাম আহমেদ চৌধুরী সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

  • ইনাম আহমেদ চৌধুরী
  • মৃত্যু
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।