ইপিজেডে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

নীলফামারী ইপিজেডে ভবনের ছাদ থেকে পড়ে বেলাল হোসেন (২৩) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার নীলফামারী উত্তরা ইপিজেডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক বেলাল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাটের নুরুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, উত্তরা ইপিজেডের বেপজার নির্মাণাধীন ভবনের ষষ্ঠ তলার সাটারিং খুলতে গিয়ে ছাদ থেকে বেলাল নামের ওই শ্রমিক নিচে পড়ে যান। এতে তিনি বুকে ও মাথায় গুরুতর আহত হয়।

এ সময় অন্যান্য শ্রমিকেরা বেলালকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওই হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, উত্তরা ইপিজেডে বেপজার নির্মাণাধীন ভবনটির কাজ করছিল ‘সিবিএল’ নামক একটি প্রতিষ্ঠান। ওই কোম্পানির ইঞ্জিনিয়ার কামাল হোসেনের ৪ জন শ্রমিক ভবনটির ষষ্ঠ তলার ছাদের সাটারিং খুলতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • ইপিজেড
  • নির্মাণশ্রমিক
  • নীলফামারী
  • মৃত্যু
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।