ইয়ংমেন্সের জালে আবাহনীর গোল বন্যা

Featured Image
PC Timer Logo
Main Logo

৬-১ গোলে ফকিরেরপুল ইয়ংমেন্সকে হারিয়েছে আবাহনী

৬-১ গোলের বড় জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের এবারের মৌসুমের দ্বিতীয় পর্ব শুরু করল আবাহনী। আজ (শনিবার) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্সকে গোল বন্যায় ভাসিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে নিজেদের অবস্থান আরও শক্ত করল ধানমন্ডির ক্লাবটি।

১০ ম্যাচ শেষে ৭ জয় ও ২ ড্রতে তাদের সংগ্রহ এখন ২৩ পয়েন্ট। একইদিনে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ১০ ম্যাচ থেকে তাদের পয়েন্ট এখন ২০।

কুমিল্লায় ইয়ংমেন্সের বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটে গোল হজম করে আবাহনী। সেই গোলই যান শাপেবর হলো আবাহনীর। ২৫ মিনিট পরই অধিনায়ক হৃদয়ের গোলে সমতায় ফিরে প্রথমার্ধ শেষ করে ক্লাবটি। দ্বিতীয়ার্ধে ফেরে আরও ভয়ংকর রূপে। ৫৪ ও ৬১ মিনিটে জোড়া গোল দেন এনামুল গাজী। ৭৮ মিনিটে আবাহনীর চার নম্বর গোলটা আসে মোহাম্মদ ইব্রাহিমের পা থেকে। শেষ দুটো গোলে ইয়ংমেন্সের রক্ষণদেয়াল চূর্ণ করে দেন জাফর ইকবাল ও মিরাজুল ইসলাম। চলতি মৌসুমে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল করল আবাহনী।

দিনের অপর ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর জালে বল জড়াতে মাত্র ২০ মিনিট সময় নেয় কিংস। মাঝমাঠ থেকে আক্রমণ গুছিয়ে দলকে এগিয়ে নেন ফাহিম ফয়সাল। প্রথমার্ধেই পেনাল্টি কিক থেকে লক্ষ্যভেদে ব্যবধান দ্বিগুণ করেন মিগুয়েল ফিগুয়েরা।

এই ম্যাচের মধ্যে দিয়েই আপাতত পর্দা নামছে প্রিমিয়ার লিগের। ৪৭ দিনের লম্বা বিরতি শেষে আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে লিগের ১১তম রাউন্ডের খেলা।

banglanewsbdhub/জেটি

আবাহনী
বসুন্ধরা কিংস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।