ইসফাকের বদলে বিসিবির পরিচালক হচ্ছেন রুবাবা

Featured Image
PC Timer Logo
Main Logo

কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্যদে পরিবর্তনের তথ্য জানা যাচ্ছে। ইসফাক আহসানের বদলে বিসিবির পরিচালক হচ্ছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা।

বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, রুবাবা দৌলার বিসিবি পরিচালক হওয়ার বিষয়টি এই মুহূর্তে কেবল ঘোষণা দেওয়ার বাকি।

গতকাল অনুষ্ঠিত হয়েছে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। নির্বাচনে নির্বাচিত হয়েছেন  ২৩ জন পরিচালক। নিয়ম অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আরও দুজনকে। দুজনের একজন ইসফাক আহসান ও অপরজন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, দুজনই ব্যবসায়ী।

তবে নাম ঘোষণার পরই ইসফাককে নিয়ে বিতর্ক উঠে। দুজনের একজনেরও অবশ্য ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্টতা নেই। এদিকে অনুসন্ধনানে বেরিয়ে আসে, গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ইসফাক। চাঁদপুর-২ আসন থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে হেরে যান মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার কাছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় এনসিসি। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন রুবাবা।

রুবাবা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ-নেপাল-ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব আছেন। এর আগে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

ক্রীড়া সংগঠক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিল্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্যও ছিলেন রুবাবা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।