ইসলামী ব্যাংকের ভল্ট কেটে ৮ লাখ টাকা চুরি – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



গাংনী উপজেলার বামন্দীতে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখায় গ্রিল ও ভল্ট কেটে টাকা চুরির ঘটনা ঘটেছে। এ সময় ভল্টে থাকা ৮ লাখ ১০ হাজার টাকা ও ব্যাংকে থাকা সিসি ক্যামেরার হার্ডডিক্স খুলে নিয়ে চলে গেছে চোরেরা।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল সোমবার (৩ মার্চ) রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটেছে বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ।

(মঙ্গলবার) সকালে অফিস সহকারী শাহাদত হোসেন ব্যাংকের দরজা খুলে দেখেন ব্যাংকের জানালার গ্রিল কাটা। পরে ভিতরে প্রবেশ করে দেখে ভল্ট ভেঙে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

জানা গেছে, চোরেরা বামন্দী ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার বাইরের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে।

এজেন্ট শাখার ম্যানেজার হামিদুর রহমান কাজল বলেন, আজ (মঙ্গলবার) সকাল ৯টায় অফিস সহকারী আমাকে ফোন দিয়ে জানায় দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ভল্ট ভেঙে টাকা নিয়ে গেছে। ভল্টে ৮ লাখ ১০ হাজার টাকা রাখা ছিল। পরে সিসি ক্যামেরায় বিষয়টি দেখতে গিয়ে দেখি সিসি ক্যামেরার হার্ড ডিক্সটাও খুলে নিয়ে গেছে চোরের দল।

গাংনী থানার ওসি বনি ইসরাইল বলেন, রাতে চোরেরা ব্যাংকটির তিন তলার পিছন সাইডের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা ভোল্টে থাকা টাকা নিয়ে যায়।

ঘটনার পর পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় বাজারের নাইটগার্ড ও ব্যাংকের একজন অফিস সহকারীকে থানায় নিয়েছে। এছাড়াও থানা পুলিশ, ডিবি পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম জড়িতদের ধরতে মাঠে কাজ শুরু করেছে।

  • ইসলামী ব্যাংকে
  • চুরি
  • টাকা
  • ভল্ট
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।