স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৫ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৪
ঢাকা: অযথা কালক্ষেপন না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণাসহ নির্বাচন কমিশনের কাছে ৭ দফা দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়রি) বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বাম গণতান্ত্রিক জোটের নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ দাবি জানান।
প্রায় ২ ঘন্টার এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ অপর চার নির্বাচন কমিশনার এবং রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে জোটের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন।
বৈঠকে বাম জোটের দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবির প্রেক্ষিতে কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।
বৈঠক শেষে সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সাংবাদিকদের বলেন, বৈঠকে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া বাতিলের বিষয়ে জাতীয় নির্বাচনের অন্তরায় হবে বা বিলম্ব হবে এমন কাজ না করার জন্য কমিশনকে আহ্বান জানানো হয়েছে এবং স্থানীয় সরকারের নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছে।
বাম গণতান্ত্রিক জোটের আহ্ববায়ক ইকবাল জাহিদুল কবির জানান, বামজোটের পক্ষ থেকে ৭টি পয়েন্ট তুলে ধরা হয়েছে। এখন প্রথম কর্তব্য হচ্ছে, গণতান্ত্রিক একটা ব্যবস্থার ভেতরে ফিরে যাওয়া। সে কারণে আমরা বলেছি যে, দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হোক।
তিনি বলেন, একটি মহল জাতীয় সংসদ নির্বাচন আগে, না স্থানীয় সরকার নির্বাচন আগে- এ ইস্যুতে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক উত্থাপন করে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে। আমরা সুস্পষ্টভাবে মনে করি, জাতীয় সংসদ নির্বাচন আগে সম্পন্ন করা উচিত এবং এ বছরের ভেতরেই তা সম্পন্ন করা উচিত।
তিনি আরও বলেন, তা যদি না হয়, পরাজিত শক্তিসহ নানাভাবে, নানা ধরনের ষড়যন্ত্রের যে শক্তি ক্রিয়াশীল রয়েছে, তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এতে দেশের অর্থনৈতিক, আইন শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা সঙ্কট, সংখ্যালঘু মানুষের নিরাপত্তা সঙ্কট এবং মানুষের যে আকাঙ্খা, সে আকাঙ্খা নিয়েও নানা প্রশ্ন উঠবে। তাই দ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন।
বাংলানিউজবিডিহাব/এনএল/আরএস