ঈদের দিন স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল যুবকের – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

পিরোজপুরের ইন্দুরকানীতে স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন তুহিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার ইন্দুরকানী-চন্ডিপুর সড়কের ফকির বাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহতের স্ত্রী মিম আক্তার আহত হন।

ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ‎নিহত মহিউদ্দিন তুহিন উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের রাসেল হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নিহত মহিউদ্দিন তুহিন ও তার স্ত্রী মিম আক্তার ঈদ উপলক্ষ্যে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। পরে উপজেলার চন্ডিপুর ও ইন্দুরকানী সড়কের ফকির বাড়ি জামে মসজিদ এলাকায় সড়কের বাক ঘুরতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা সড়ক বাতির পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল নিয়ে মহিউদ্দিন তুহিন ও তার স্ত্রী সড়কের নিচে পড়ে যান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন তুহিনকে মৃত ঘোষণা করেন।

‎ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রঞ্জন অধিকারী বলেন, মহিউদ্দিন তুহিন নামে এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

এ বিষয়ে ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুক হোসেন বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহিউদ্দিন তুহিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • ইন্দুরকানী
  • নিহত
  • পিরোজপুর
  • সড়ক দুর্ঘটনা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।