ঈদের শুভেচ্ছা জানালেন হামজা-জামাল

Featured Image
PC Timer Logo
Main Logo

ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন হামজা-জামাল

তার আগমনেই বদলে গেছে বাংলাদেশের ফুটবল। হামজা চৌধুরী দেশে না থাকলেও ঠিকই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। হামজার সঙ্গে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের আরেক তারকা ফুটবলার জামাল ভুঁইয়াও।

ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বে ম্যাচ খেলে বাংলাদেশে ফিরেছিলেন হামজা। ঢাকায় অবশ্য বেশিদিন দেরি করেননি হামজা। একদিন পরেই ফিরে গেছেন লন্ডনে। সেখানেই ঈদ পালন করছেন হামজা। অন্যদিকে ভারতের বিপক্ষে ম্যাচে সুযোগ না পাওয়া জামাল ভুঁইয়া আছেন ডেনমার্কে। তার ঈদ কাটছে সেখানেই।

ঈদ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রকাশ করেছে একটি ভিডিও। সেই ভিডিওতে সমর্থকদের উদ্দেশে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হামজা ও জামাল।

লন্ডন থেকে হামজা জানিয়েছেন, ‘আমি ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ্‌ সবার মঙ্গল করুন। আপনাদের সঙ্গে শিগগিরই দেখা হবে ইনশাআল্লাহ্‌।’

জামাল ভুঁইয়া ডেনমার্ক থেকে জানিয়েছেন শুভেচ্ছা, ‘ঈদ মোবারক। আশা করি পরিবারের সঙ্গে সবাই সময়টা উপভোগ করছেন। সবাই ভালো থাকুন। আল্লাহ্‌ হাফেজ।’

banglanewsbdhub/এফএম

জামাল ভুঁইয়া
হামজা চৌধুরী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।