ঈদ বার্তায় যা বললেন তামিম-তাসকিন-মিরাজরা

Featured Image
PC Timer Logo
Main Logo

বাবা ও ছেলের সঙ্গে তাসকিন

বছর ঘুরে আবার এসেছে ঈদ। বাংলাদেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল-ফিতর। অন্য সবার মতো ঈদের আনন্দে মেতেছেন বাংলাদেশের ক্রিকেটাররাও। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের উদ্দেশে ঈদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজসহ আরও অনেকেই।

ডিপিএল খেলার সময় হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছিল তামিম ইকবালের। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আজ ঈদ উদযাপন করছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তামিম লিখেছেন, ‘এই ঈদে আল্লাহ্‌ আপনার সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক। ঈদ মোবারক।’

বাবা ও সন্তানের সঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি পোস্ট করে পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘আসসালামুআলাইকুম, সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক টু এভরিওয়ান।’

স্ত্রী ও সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে লিটন দাস লিখেছেন, ‘আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আশা করি এই উপলক্ষ আমাদের সবাইকে আরও বিনয়ী ও একে অপরের প্রতি সহায়ক হতে সাহায্য করবে। আমরা সবাই মিলে শান্তিপূর্ণ পৃথিবী গড়তে পারি।’

মেহেদী হাসান মিরাজ ফেসবুক পেজে ছবি পোস্ট করে লিখেছেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’

নিজের গ্রামের বাড়িতে বাবার সঙ্গে ছবি পোস্ট করে ভেরিফায়েড ফেসবুক পেজে হৃদয় লিখেছেন, ‘দেশের মাটিতে আছি, গ্রামের ঈদগাহে নামাজ আদায় করলাম, বাবা-মায়ের হাসিমুখ দেখতে পেলাম; এক জীবনে আর কি লাগে!! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ আপনার এবং আপনার পরিবারের ওপর রহমত নাজিল করুক। আল্লাহু আকবার, ঈদ মোবারক।’

কিছুদিন আগেই অবসরের ঘোষণা দেওয়া মাহমুদউল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি পোস্ট করে লিখেছেন, ‘ঈদের সুন্দর সকাল।’

সন্তানদের ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে তাইজুল ইসলাম লিখেছেন, ‘ঈদ মোবারক।’

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি পোস্ট করে শরিফুল ইসলাম লিখেছেন, ‘ঈদ মোবারক। তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!’

banglanewsbdhub/এফএম

ঈদ
ঈদ বার্তা
ক্রিকেট
তামিম ইকবাল
তাসকিন আহমেদ
বাংলাদেশ
মাহমুদউল্লাহ
মেহেদি মিরাজ
লিটন দাস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।