উত্তরায় ‘মব’ সৃষ্টি করে ‘হোটেল মিলিনা’ দখলের চেষ্টা, আটক ৯ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



রাজধানীর উত্তরায় ‘মব’ সৃষ্টি করে ‘হোটেল মিলিনা’ নামের একটি আবাসিক হোটেল দখলের চেষ্টার অভিযোগে ৯ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)। শনিবার (২৮ জুন) রাতে র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) সালমান নূর আলম  গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার দুপুর দেড়টার দিকে হোটেল মিলিনায় শফিক মোল্লা নামের একজন ব্যক্তির নেতৃত্বে হোটেল মালিক আনোয়ার হোসেনের সঙ্গে পূর্বের ব্যবসায়িক সূত্র ধরে মব সৃষ্টি করা হয়। এসময় ১০টি মোটরসাইকেলে করে ২৪ জনের মতো ব্যক্তি সেখানে জোরপূর্বক হোটেলটি দখল করতে যায়।

এসময় দূর থেকে ওই ঘটনার কিছু ছবি ধারণ করেন র‌্যাব-১ এর একজন গোয়েন্দা সদস্য। ছবি ধারণের সময় মব সৃষ্টিকারীরা র‌্যাব সদস্যদের ঘেরাও করে এবং ছবি তুলতে বাধা দেয়। এ ঘটনার পর র‌্যাব-১ এর টহল দল সেখানে যায় এবং একই সঙ্গে উত্তরা পূর্ব থানা পুলিশের টহল দলও উপস্থিত হয়ে মব নিয়ন্ত্রণ করে।

আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়া এবং মব সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়। আটকরা হলেন- মো. সাজ্জাদ হোসেন (২৮), মো. শফিক মোল্লা (৩০), মো. আরিফুল ইসলাম (৩০), মো. তন্ময় হোসেন শাওন (২৭), মো. রবিউল ইসলাম (২৫), মো. আনোয়ার হোসেন আশিক (২৭), মো. সাইফুল ইসলাম সাগর (২৭), মো. জালাল খাঁন (৩০) ও মো. আমির (২১)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম আরও বলেন, আটক ৯ জনসহ অন্যদের অজ্ঞাতনামা আসামি করে মামলা রুজু করা হয়েছে। তবে আটকদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না তা জানায়নি র‍্যাব।

  • আটক
  • দখল চেষ্টা
  • মব
  • হোটেল মিলিনা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।