উপবৃত্তির জন্য আবেদন: আমরা যারা দরিদ্র ছাত্র-ছাত্রী আছি। তারা সকলেই চায় নিজের পড়াশুনার খরচ টা কিভাবে কমানো যায়। এরই ধারাবাহিকতায় সকল সকল ছাত্র-ছাত্রী উপবৃত্তির জন্য আবেদন করে।

সঠিকভাবে আবেদন করার নিয়ম অনেকেই জানেনা, কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এটি অনেকেই ভালো হবে বুঝতে পারেনা অথবা কিভাবে উপবৃত্তির ফরম পূরণ করবে তা অনেকেই জানেনা।

সে সকল ছাত্র-ছাত্রীদের চিন্তা করে কথা চিন্তা করে এই প্রবন্ধের মধ্যে শেয়ার করতে যাচ্ছি কিভাবে উপবৃত্তির জন্য আবেদন করবেন, উপবৃত্তির আবেদন ফরম এবং আবেদনের পিডিএফ ফাইল সহ পাবেন। সুতরাং প্রবন্ধ টি সম্পূর্ণ পড়ুন এবং বুঝুন কিভাবে উপবৃত্তির জন্য আবেদন করবেন।

উপবৃত্তির জন্য আবেদন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০২৪  সালের সমন্বিত বৃত্তি কর্মসূচির অধীনে স্কুল ও কলেজে ভর্তি হওয়া ষষ্ঠ ও একাদশ শ্রেণির যোগ্য শিক্ষার্থীদের জন্য নির্বাচন পদ্ধতি নির্ধারণ করেছে।

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য অনলাইনে আবেদনপত্র পূরণের সময়সূচিসহ আবেদনপত্র পূরণের নির্দেশনা জারি করেছে শিক্ষা বিভাগ।

এছাড়া এইচএসপি-এমআইএস ওয়েবসাইটে শিক্ষার্থীদের তথ্য কীভাবে প্রবেশ করতে হবে সে বিষয়ে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনাও দিয়েছে মাউশি।

১০ মার্চ ২০২২ থেকে ১৩ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তির জন্য অনলাইন আবেদনপত্র। তারিখ অনুসারে প্রবেশ করতে হবে (বর্ধিত সময়)।

HSP-MIS ওয়েবসাইটে উপবৃত্তি আবেদনের তারিখ

শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) অনলাইনে বৃত্তির অনলাইন আবেদন ২৭ ফেব্রুয়ারি ২০২৪ থেকে শুরু হবে। এটি ১৯ মার্চের মধ্যে উপজেলায় পাঠাতে হবে।

১৯ মার্চ ২০২৪ খ্রি. তারিখে দুপুর ১২:০০ টার মধ্যে শিক্ষার্থীদের তথ্য প্রবেশের পর, সফ্টওয়্যারের নির্ধারিত বিকল্প ব্যবহার করে উপজেলা/থানা শিক্ষা অফিসারের কাছে তথ্য পাঠাতে হবে। নির্ধারিত সময়ের পর প্রবেশের সুবিধা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার শিক্ষা প্রতিষ্ঠানের HSP-MIS-এ প্রবেশ করা তথ্য উপবৃত্তি কমিটির মাধ্যমে যাচাই করবেন।

২২ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দে যাচাইকৃত তথ্য। তারিখে। উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্ধারিত বিকল্পগুলি ব্যবহার করে HSP-PMEAT-এ পাঠাবেন।

স্কুল-কলেজের ৬ষ্ঠ ও একাদশ শ্রেণীর উপবৃত্তির জন্য আবেদনের বিজ্ঞপ্তি পাঠানোর জন্য নীচের অনুচ্ছেদটি দেখুন।

উপবৃত্তির জন্য যেভাবে আবেদন করবে

শিক্ষার্থীর জন্মসনদ। জন্মসনদ নম্বর অবশ্যই ১৭ ডিজিটের হতে হবে।

পিতা/মাতা/অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নম্বর (১০ অথবা ১৭ সংখ্যা)। ১৩ সংখ্যার জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে প্রথমে জন্মসাল বসিয়ে ১৭ সংখ্যার রুপান্তর করতে হবে।

শিক্ষার্থীর উপবৃত্তি অর্থ প্রাপ্তির ক্ষেত্রে যে কোন বৈধ/সচল অনলাইন ব্যাংক/মোবাইল ব্যাংকিং একাউন্ট নম্বর।

অনলাইন/এজেন্ট ব্যাংক এর ক্ষেত্রে একাউন্ট নম্বর ১৩-১৭ ডিজিট এবং মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে একাউন্ট নম্বর ১১-১২ ডিজিট হতে হবে।

পিতা অথবা মাতার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে চাইলে, তাদের নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে।

শিক্ষার্থীর অভিভাবক হবেন পিতা অথবা মাতা। কেবল মাত্র পিতা মাতার অনুপস্থিতিতে অন্য কোন ব্যক্তিকে ভাই/বোন/
দাদা/দাদী/নানা/নানী/ইত্যাদি) অভিভাবক হিসাবে নির্বাচন করা যাবে।

উপবৃত্তির জন্য আবেদন ফরম pdf 2022
উপবৃত্তির জন্য আবেদন ফরম pdf 2022

 

উপবৃত্তির জন্য আবেদন ফরম pdf 2024

সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য উপবৃত্তির জন্য আবেদন করতে হলে অবশ্যই একটি ফরম দরকার হবে। শেই ফরমটি কোথায় পাবেন? সকলের কথা চিন্তা করে আবেদনের ফরমের লিংক দিয়েছি।  উপবৃত্তির জন্য আবেদন ফরম pdf 2022 অবশ্যই আবেদন করতে প্রয়োজন হবে। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ডাউনলোড করে পিডিএফ ফাইল ফাইলটি অবশ্যই প্রিন্টারে প্রিন্ট করতে হবে সেখানে কলম দিয়ে তোমাদের এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে তা হলঃ

  1. নাম
  2. বাবার নাম
  3. মায়ের নাম
  4. স্কুলের নাম
  5. শ্রেণীর নাম
  6. লিঙ্গ
  7. ধর্ম
  8. স্থায়ী ঠিকানা
  9. ইউনিয়নের নাম
  10. ডাকঘর
  11. থানার নাম
  12. জেলার নাম
  13. বিভাগের নাম
  14. বয়স
  15. রোল নাম্বার
  16. জন্ম নিবন্ধন কার্ড এর ১৭ সংখ্যার নাম্বার
  17. অস্থায়ী অভিভাবকের নাম

সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে উপবৃত্তি ও অন্যান্য ভাতার হার:

শ্রেণি

স্নাতক (পাস) ও সমমান

উপবৃত্তির হার

টাকা

মোট টাকাবই ক্রয়পরীক্ষার ফিসসর্বমোটমন্তব্য
১ম বর্ষ২০০ x ১২২৪০০/=১৫০০/=১০০০/=৪৯০০/=
২য় বর্ষ২০০ x ১২২৪০০/=১৫০০/=১০০০/=৪৯০০/=
৩য় বর্ষ২০০ x ১২২৪০০/=১৫০০/=১০০০/=৪৯০০/=

 

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে উপবৃত্তি ও অন্যান্য ভাতার হার:

শ্রেণি

স্নাতক (পাস) ও  সমমান

উপবৃত্তির হার  টাকামোট টাকাটিউশন ফিমোট টাকাবই ক্রয়পরীক্ষার ফিসসর্বমোটমন্তব্য
১ম বর্ষ২০০ x ১২২৪০০/=৬০ x ১২৭২০/=১৫০০/=১০০০/=৫৬২০/=
২য় বর্ষ২০০ x ১২২৪০০/=৬০ x ১২৭২০/=১৫০০/=১০০০/=৫৬২০/=
৩য় বর্ষ২০০ x ১২২৪০০/=৬০ x ১২৭২০/=১৫০০/=১০০০/=৫৬২০/=

 

উপবৃত্তি প্রাপ্ত (স্নাতক) বিতরণের তথ্যঃ

উপবৃত্তির বছরউপবৃত্তি বিতরণের বছরছাত্রী সংখ্যা (জন)ছাত্র সংখ্যা (জন)মোট শিক্ষার্থী (জন)উপবৃত্তি ও টিউশন ফি বাবদ বিতরণকৃত টাকার পরিমাণমন্তব্য
২০১২-১৩২০১৩১,২৯,৮১০০০০১,২৯,৮১০৭২,৯৫,৩২,২০০শুধু মাত্র ছাত্রীদের মাঝে
২০১৪-১৫২০১৫১,৪৮,৪০২১৪,৬৭৭১,৬৩,০৭৯৯১,৬৫,০৩,৯৮০
২০১৫-১৬২০১৬১,৬৯,৮৪৬৩৯,০৪০২,০৮,৮৮৬১১৩,৬১,৩৩,৫৬০
২০১৬-১৭২০১৭১,৮৬,৭১৪৬১,১১৯২,৪৭,৮৩৩১৩৪,২৪,৭৫,৪৬০
২০১৭-১৮২০১৮১,৯০,২৪৩৬৯,৮২৭২,৬০,০৭০১৩৭,৬০,৮৪,০৪০ 

 

২০১৯-২০২০২০১,৪৬,৮৫৮৬৩,১৯১২,১০,০৪৯১১০,৯৮,৯২,৩৪০
২০২০-২১২০২১১,২৪,৩০৫৫৭,৭৯৮১,৮২,১০৩৯৭,০৯,৮৫,৫৮০
২০২১-২২২০২২৮১,৫৪৬৫৮,০০৭১৩৯,৫৫৩৭৪,৮২,৩১,৭০০

 

উপরের দেওয়া তথ্য ছাড়াও আরো অন্যান্য তথ্য পিডিএফ ফাইল টি ডাউনলোড করার পরে যে প্রিন্টার ফাইল পাবে সে প্রিন্টার ফাইলে সকল বিষয় লেখা থাকবে। সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরে, তোমাদের বিদ্যালয়ে জমা দিবে। উপবৃত্তি সংক্রান্ত আরও তথ্য পেতে এখানে যান।