স্পোর্টস ডেস্ক
৪ মে ২০২৫ ১২:৫০
স্প্যানিশ ফুটবলে ‘কামব্যাক কিং’ বলা হয় রিয়াল মাদ্রিদকে। ম্যাচে পিছিয়ে পড়েও বারবার ফিরে আসায় এমন উপাধি পেয়েছে ক্লাবটি। তবে এই মৌসুমে বার্সাই যেন ‘কামব্যাক কিং’। লা লিগা, কোপা ডেল রে, স্প্যানিশ সুপার কাপ, চ্যাম্পিয়নস লিগ; চার টুর্নামেন্টেই বেশ কয়েকবার ফিরে আসার গল্প রচনা করেছে বার্সেলোনা।
এবারের মৌসুমের শুরু থেকেই দারুণ ফর্মে আছে হ্যান্সি ফ্লিকের দল। সব টুর্নামেন্টেই দাপটের সঙ্গে খেলে এরই মধ্যে কোপা ডেল রে ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছেন তারা। লা লিগায় শীর্ষে রয়েছে বার্সা, চ্যাম্পিয়নস লিগেও পৌঁছে গেছে সেমিফাইনালে। চার টুর্নামেন্টেই অনেকবার পিছিয়ে পড়ে হারের প্রহর গুনছিল ক্লাবটি। তবে দারুণভাবে ফিরে এসেই হার এড়িয়েছে কাতালানরা।
সব মিলিয়ে এই মৌসুমে ৮ ম্যাচে কামব্যাক করেছে বার্সা। শুধু ২০২৫ সালেই এই সংখ্যাটা ৬। লা লিগায় সব মিলিয়ে ৫ ম্যাচে পিছিয়ে পড়েও ফিরে এসেছে বার্সা। স্প্যানিশ সুপার কাপের ফাইনাল, কোপা ডেল রের ফাইনাল ও চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচেও হারের মুখ থেকে কামব্যাক করেছে বার্সা।
লা লিগায় এই মৌসুমে বার্সার প্রথম কামব্যাক ভ্যালেন্সিয়ার বিপক্ষে। সেই ম্যাচে বার্সা জিতেছে ২-১ গোলে। রায়ো ভায়োকানোর বিপক্ষে লিগের ম্যাচেও প্রথমে গোল হজম করে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতেছে বার্সা।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালের বিপক্ষে পিছিয়ে পড়েও ৫-২ ব্যবধানের জয়ে শিরোপা জিতেছে বার্সা। চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে পিছিয়ে পড়েও ৫-৪ ব্যবধানের অবিশ্বাস্য এক জয় পেয়েছিল ফ্লিকের দল।
লা লিগার জমজমাট ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে পিছিয়ে পড়েও ৪-২ গোলে জয় পেয়েছে বার্সা। লিগের ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে পিছিয়ে পড়া বার্সা জিতেছে ৪-৩ গোলে।
কোপা ডেল রের ফাইনালে রিয়ালের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের গোলে ৩-২ ব্যবধানের জয়ে ট্রফি জেতে বার্সা। সবশেষ গত রাতে ভায়াদোলিদের বিপক্ষে প্রথমে গোল খেয়েও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় পেয়েছে বার্সা।
সব টুর্নামেন্ট মিলিয়ে এই মৌসুমে ৫৫ ম্যাচের ৪১টিতেই জিতেছে বার্সা। এর মধ্যে লা লিগায় ২৫টি, চ্যাম্পিয়নস লিগে ৯টি, কোপা ডেল রেতে ৫টি ও সুপার কাপে ২টি ম্যাচ জিতেছে কাতালানরা। পুরো মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তারা গোল করেছেন ১৬০টি, ম্যাচপ্রতি গোল ২.৯০টি।
banglanewsbdhub/এফএম