বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী বলেন, কে পায়ের রগ কাটে তা মানুষ জানে। জামায়াত ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করছে।
রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, শেখ হাসিনার আমলে এস আলমের উত্তরসূরি হিসেবে অনেকেই ব্যাংকটি দখলে নেন। তারা বড় বড় কথা বলে বিএনপির নাম বদনাম করছে। পাড়া-মহল্লায় টার্মিনাল, টেন্ডার ইত্যাদি দখল করে নিয়েছে একটি মহল।
রিজভী দাবি করেন, ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের অর্থ আত্মসাৎ দেখেছে মানুষ। যারা পায়ের রগ কাটে তাদের মানুষ চেনে। জামায়াত ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করছে। তিনি বলেন, আওয়ামী লীগ ৫ আগস্টের আগে ব্যাংক লুট করেছে। আর ৫ আগস্টের পর একটি ইসলামী দল ব্যাংক ডাকাতি করছে।
রিজভী অভিযোগ করে বলেন, শুধু প্রতিবেশী দেশগুলোই মিথ্যা অপপ্রচার করছে না, দেশের দুটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।