তৃতীয় দিনের শুরুতে যখন মাঠে নামেন, তখন টেস্টে রান সংগ্রাহকের তালিকায় ছিলেন ৫ নম্বরে। দিনশেষে সেই জো রুটই এখন এই তালিকার দ্বিতীয় স্থানে। ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেওয়ার দিনে রুট গড়েছেন বেশ কয়েকটি রেকর্ডও।
১১ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করেন রুট, প্যাভিলিয়নে ফিরেছেন ১৫০ রানে। ৩৪ বছর বয়সী রুট এই ইনিংসে খেলার সময় ভেঙেছেন বেশ কয়েকটি রেকর্ড।
টেস্ট ক্রিকেটে রুটের রান এখন ১৩৪০৯, যা এই ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ। গতকাল রুট ছাড়িয়ে গেছেন তিন কিংবদন্তিকে। তার ওপরে আছেন শুধুই শচীন টেন্ডুলকার, তার রান ১৫৯২১।
রুট ছাড়িয়ে গেছেন রাহুল দ্রাবিড় (১৩২৮৮ রান), জ্যাক ক্যালিস (১৩২৮৯ রান) ও রিকি পন্টিংকে (১৩৩৭৮রান)।
ভারতের বিপক্ষে গতকাল টেস্ট ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি পেয়েছেন রুট। এই ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরির সংখ্যার চতুর্থ স্থানে বসলেন তিনি। রুট ছুঁয়েছেন কুমার সাঙ্গাকারাকে। তার উপরে আছেন পন্টিং (৪১ সেঞ্চুরি), ক্যালিস (৪৫ সেঞ্চুরি) ও শচীন(৫১ সেঞ্চুরি)।
ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির তালিকায় এককভাবে চূড়ায় উঠলেন রুট (১২টি)। এখানে তিনি ছড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে (১১টি)। ভারতের বিপক্ষে ৮টি করে আছে গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডস ও পন্টিংয়ের।
একটি দলের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় রুট আছেন যৌথভাবে তিন নম্বরে। ইংল্যান্ডের বিপক্ষে ১২টি সেঞ্চুরি আছে স্টিভেন স্মিথের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২টি আছে জ্যাক হবসের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩টি সেঞ্চুরি করে দুই নম্বরে আছেন সুনীল গাভাস্কার। ইংল্যান্ডের বিপক্ষে ১৯ বার সেঞ্চুরি করে সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার স্যার ডন ব্র্যাডম্যান।
ভারতের বিপক্ষে রুটের ১২ সেঞ্চুরির ৯টিই ঘরের মাঠে। দেশের মাঠে কোনো একটি দলের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় এককভাবে চূড়ায় বসলেন তিনি। ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৮টি সেঞ্চুরি করা ব্র্যাডম্যানকে।
ঘরের মাঠে টেস্টে রুটের সেঞ্চুরি এখন ২৩টি। টেস্ট ইতিহাসে যা যৌথভাবে সর্বোচ্চ। ঘরের মাঠে ২৩টি করে সেঞ্চুরি আছে আরও তিন জনের- মাহেলা জায়াওয়ার্দেনে, ক্যালিস ও পন্টিং। ২২টি করে আছে টেন্ডুলকার ও সাঙ্গাকারার।
ওল্ড ট্র্যাফোর্ডে রুটের মোট টেস্ট রান এখন ১১২৮। প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে এই মাঠে হাজার রানের কীর্তি গড়লেন তিনি, সেটাও মাত্র ২০ ইনিংসে। ১৩ ইনিংসে ৮১৮ রান করে এই তালিকায় দুইয়ে সাবেক ইংলিশ ব্যাটসম্যান ডেনিস কম্পটন।