স্পোর্টস ডেস্ক
৭ মার্চ ২০২৫ ১৭:৪১
১৯৯৮ সালে উইলস ইন্টারন্যাশনাল কাপ নামে যাত্রা শুরু বাংলাদেশে। নাম বদলে পরের আসরে হলো আইসিসি নক আউট ট্রফি। ২০০২ সাল থেকে অবশ্য সেই টুর্নামেন্ট চলে আসছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি নামে। সব মিলিয়ে এখন পর্যন্ত মাঠে গড়িয়েছে মোট নয়টি আসর। তবে আট বছরের ব্যবধানে পর্দা উঠেছে এবারের আসরের। অপেক্ষা আর এক ম্যাচের, ভারত-নিউজিল্যান্ড ফাইনালের পরই জানা যাবে কার হাতে উঠছে এবারের শিরোপা।
আগের আট আসরে কাদের হাতে গেছে শিরোপা? দেখে নিন এক নজরে-
banglanewsbdhub/জেটি