এক ফ্রেমে বাংলাদেশের দুই তারকা

Featured Image
PC Timer Logo
Main Logo

হামজা চৌধুরী ও লিটন দাস

হামজা চৌধুরীকে নিয়ে মাতোয়ারা পুরো দেশ আর দেশের ক্রীড়াপ্রেমী মানুষজন। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের জার্সিতে তার হয়েছে আন্তর্জাতিক অভিষেক। শিলংয়ে গোল শূন্য ড্রতে নিষ্পত্তি হওয়া ম্যাচে নিজেকে নিংড়ে দিয়েছেন হামজা, রেখেছেন ছাপ।

আজ (বৃহস্পতিবার) দেশ ছাড়ার কথা তার। যোগ দেবেন ইএফএল চ্যাম্পিয়নশিপে নিজের দল শেফিল্ড ইউনাইটেডে। তবে দেশ ছাড়ার আগেও যথেষ্ট উন্মাদনা দেখা যাচ্ছে এই মিডফিল্ডারকে নিয়ে। এবার সেই উন্মাদনায় শামিল হলেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাসও।  দুই ভুবনের দুই তারকার দেখা, কাজেই মুহূর্তটা ক্যামেরা বন্দী করে রাখতে ভুললেন না লিটন।

হামজার সাথে ছবি তুলে সেটা নিজের ফেসবুক পেজে পোস্ট করে লিটন লেখেন, ‘হামজা চৌধুরীর সাথে দেখা হওয়াটা দারুণ একটা ব্যাপার। দারুণ বিনয়ী আর অসাধারাণ এক মানুষ। বাংলাদেশ ফুটবলের সাথে হামজার দারুণ ভবিষ্যত কামনা করছি।’

আন্তর্জাতিক বিরতি শেষে ইংলিশ ফুটবলও মাঠে ফিরবে আগামী ২৯ মার্চ। ইংল্যান্ড ফিরেই হামজা প্রস্তুতি নেবেন শেফিল্ডের হয়ে কভেন্ট্রির বিপক্ষে মাঠে নামার। এদিকে লিটন যাচ্ছেন ঈদের ছুটিতে। আগামী ০৬ এপ্রিল মাঠে গড়াচ্ছে ডিপিএলের বাকি রাউন্ডের খেলা।

banglanewsbdhub/জেটি

বাফুফে
বাংলাদেশ ফুটবল দল
বিসিবি
লিটন দাস
হামজা চৌধুরী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।