এক যুগ পর বিশ্বকাপে আলজেরিয়া

Featured Image
PC Timer Logo
Main Logo

গত রাউন্ডের পর আফ্রিকান অঞ্চল থেকে তাদের বিশ্বকাপে খেলা অনেকটাই নিশ্চিত ছিল। সোমালিয়ার বিপক্ষে জয় পেলেই স্বপ্নের বিশ্বকাপে পৌঁছে যাবে আলজেরিয়া, এমন সমীকরণ মাথায় রেখেই মাঠে নেমেছিল রিয়াদ মাহরেজের দল। ৩-০ গোলের দারুণ এক জয়েই ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট পেল আফ্রিকার এই দেশটি। ১২ বছর পর তাই ফিফা বিশ্বকাপে পা রাখল আলজেরিয়া।

‘জি’ গ্রুপের ম্যাচে সোমালিয়াকে ৩-০ গোলে হারিয়ে ২০তম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে উঠে গেছে রিয়াদ মাহরেজের আলজেরিয়া। আলজেরিয়ার জয়ে ২ গোল করেছেন মোহাম্মদ আমুরা ও ১ গোল এসেছে রিয়াদ মাহরেজের পা থেকে।

১৯৮২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে আলজেরিয়া। এরপর ১৯৮৬ সালেও মূল পর্বে খেলেছেন তারা। দীর্ঘ বিরতির পর ২০১০ সালে বিশ্বকাপে ফেরে আফ্রিকার এই দেশটি। সবশেষ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে খেলেছিল আলজেরিয়া।

দীর্ঘ ১২ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে আলজেরিয়া। এই মাসের আন্তর্জাতিক বিরতিতে সব অঞ্চল থেকে আরও ১৭টি দেশ মূল পর্বে জায়গা করে নিতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।