স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২৫ ০১:৫৬
চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার আগ থেকে ভারতের ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, ওয়ানডে থেকে অবসর ঘোষণা করতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। ক্রমান্বয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব শেষ হলো। সেমিফাইনালের বাধা পেরিয়ে টানা তৃতীয়বার ফাইনালেও উঠল ভারত। এর আগে আবার মাথাচাড়া দিল সেই পুরনো অবসরের গুঞ্জন। ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে ভারতের সহ-অধিনায়ক শুবমান গিলও বলে গিয়েছেন অবসর নিয়ে তাদের কিছুই জানাননি রোহিত।
তবে ফাইনাল জেতার পর সংবাদ সম্মেলনে এসে রোহিত নিজেই জানালেন, ওয়ানডে ক্রিকেটটা এখনই ছাড়ছেন না তিনি। অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে বললেন, আরও কিছুদিন এই ফরম্যাটে থাকছেন তিনি। এর আগে বোর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালীনও টেস্ট ক্রিকেট থেকে তার সরে যাওয়ার আলোচনা হচ্ছিল ভারতীয় গণমাধ্যমে। সেবারও সরাসরি নাকচ করে দিয়েছেন সব সম্ভাবনা। সব মিলিয়ে এখন বলাই যায়, ওয়ানডে আর টেস্টে রোহিতকে আরও কিছুদিন দেখা যাবে ভারতের জার্সিতে। অবশ্য তার বয়স এখন ৩৭, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে খেলবেন কিনা, সেটা আপেক্ষিক একটা উত্তরই বটে।
চ্যাম্পিয়ন হয়ে সংবাদ সম্মেলনে এলেন ট্রফিটা সাথে নিয়ে। নানান প্রশ্ন উত্তর শেষে উঠে যাওয়ার আগে নিজেই বললেন, ‘আরও একটা জিনিস, আমি এই ফরম্যাট থেকে এখনই অবসরে যাচ্ছি না। বলার অর্থ একটাই, অযথা যেন আর কোনো গুঞ্জন না ছড়ায়।’
১৮ বছর ধরে ওয়ানডে খেলছেন রোহিত। ২০০৭ সালে অভিষেক তার, মাঝে শুধু খেলতে পারেননি ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে। এরপর ভারতের হয়ে ওয়ানডের সবকয়টি বড় টুর্নামেন্টই খেলেছেন এই ডানহাতি ব্যাটার। গত ওয়ানডে বিশ্বকাপে দলকে ফাইনালে তুললেও জেতা হয়নি শিরোপা, অস্ট্রেলিয়ার কাছে হেরে থাকতে হয়েছে রানার আপ হিসেবে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপটাও ভারত তুলে ধরেছে তার অধীনেই। এবার চ্যাম্পিয়নস ট্রফিটাও তুলে ধরলেন রোহিত, নিজ হাতে। অবশ্য এর আগেও চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন তিনি, ২০১৩ সালে। তবে সেবার ছিলেন দলের আর দশজনের মতো সাধারণ সদস্য। এবার স্বয়ং নিজেই নেতৃত্বে।
banglanewsbdhub/জেটি