এখন আর দলে ফেরার সুযোগ নেই ফাহামিদুলের

Featured Image
PC Timer Logo
Main Logo

ফাহামিদুল ইসলাম

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য ঘোষিত দল থেকে ফাহামিদুল ইসলামের বাদ পড়াটা বেশ সমালোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের ফুটবলে। ইতালি প্রবাসী এই ফুটবলারের বাদ পড়ার খবর সামনে আসার পর ফুঁসে ওঠেন সমর্থকেরা। গতকাল বিক্ষোভ মিছিলের সাথে বাফুফে ভবনের সামনে অবস্থান কর্মসূচিও পালন করেন। এমনকি আজ (বুধবার) হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলন চলাকালীনও ফাহামিদুলকে দলে ফেরানোর দাবি জানিয়ে যাচ্ছিল সমর্থকগোষ্ঠী ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’।

কিন্তু সেই দাবি ধোপে টিকল না। সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের কাবরেরা স্পষ্ট জানিয়ে দিলেন, আপাতত আর দলে ফেরা হচ্ছে না ফাহামিদুলের। ১৮ বছর বয়সী ফাহামিদুল সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষে ফিরে গেছেন ইতালিতে। তাকে দলে ফেরানো হবে কি না, এমন প্রশ্নের উত্তরে কাবরেরা বলেন, ‘না, এখন আর তার দলে ফেরার সুযোগ নেই। তবে সে প্রতিভাবান ফুটবলার। আমি তাকে দলে নেওয়ার আগেও অনেক কিছু পর্যবেক্ষণ করেছি। আমি আবারও বলছি, তার আরও সময় প্রয়োজন। ভবিষ্যতে সে জাতীয় দলে খেলার যোগ্য।’

গতকাল স্কোয়াড থেকে বাদ পড়ার পর আন্দোলনে নামে আল্ট্রাসসহ আরও কয়েকটি সমর্থক গোষ্ঠী। তাদের সবার দাবি, ফাহামিদুলকে বাদ দেয়ার প্রক্রিয়া যথাযথ নয়, এমননি সেটা যুক্তিযুক্তও নয়। কাবরেরার এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ফুটবলাররাও। এমনকি আজ সেসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বাফুফে সভাপতির সাথে বৈঠক করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সেই বৈঠকে দুজনের কথা হয়েছে সমর্থকের অভিযোগ অনুযায়ী বাফুফের সিন্ডিকেট ও স্বজনপ্রীতি নিয়ে। আজ দুপুর আড়াইটায় বৈঠক শেষে আসিফ মাহমুদ জানান, দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোন সুযোগ নেই। স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের প্রমান মিললে ব্যবস্থা নেবে সরকার। আজ ক্রীড়া উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তার পক্ষে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক শেষে সমর্থকদের পক্ষ থেকে আসা অভিযোগগুলো নিয়ে বাফুফে সভাপতির বলেন, ‘ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোন সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নিবে, এমন কোন কিছুর আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন।’

বাফুফে সভাপতি আরও বলেন, ‘সৃষ্ট সঙ্কট কোন সঙ্কট নয়, ফাহমিদুলকে আমরা বাদ দিয়ে দেইনি, ও প্রতিভাবান তবে ওকে আমরা আরো সময় দিতে চেয়েছি। আগামী জুনেই ঘরের মাঠে বাংলাদেশের ম্যাচ রয়েছে, খুব শীঘ্রই হয়তো তাকে আমরা মাঠে দেখতে পারি। সমর্থকদের এতটুকু বলবো, হতাশ হওয়ার কিছু নেই।’

banglanewsbdhub/জেটি

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
তাবিথ আউয়াল
ফাহামিদুল ইসলাম
বাফুফে
হাভিয়ের কাবরেরা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।