এটাই আমার কাজ—ম্যাচ জিতিয়ে রিশাদ

Featured Image
PC Timer Logo
Main Logo

ওয়ানডেতে বাংলাদেশের কোন স্পিনারের ছিল না ৫ উইকেট। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই আক্ষেপটা ঘুচল রিশাদ হোসেনের হাত ধরেই। রিশাদের ঘূর্ণিজাদুতেই ক্যারিবিয়ানদের হারিয়ে সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ। ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়ার পর রিশাদ বলছেন, ম্যাচ জেতানোই তার মূল কাজ।

প্রতিকূল পিচে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। অন্তিম মুহূর্তে রিশাদের ক্যামিওতেই ২০০ পেরোয় বাংলাদেশের ইনিংস। ব্যাটিংয়ের পর বল হাতেও রিশাদ ছিলেন বাংলাদেশের ত্রাণকর্তা। তার ৬ উইকেটের সুবাদেই ২০৮ রানের পুঁজি নিয়েও ৭৪ রানের বড় জয় পায় দল।

ব্যাটে-বলে দুর্দান্ত রিশাদ নিজের এমন পারফরম্যান্স নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত হতে রাজি নন, ‘তেমন কিছু বলার নেই। এটা আমার কাজ, আমাকে করতে হবে। আমি চেষ্টা করেছি সেরাটা দিতে। এটা নরম্যাল, আমার কাজ।’

বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহেমদ কতোটা প্রভাব রেখেছেন রিশাদের এমন বোলিংয়ে? রিশাদ অবশ্য এই ব্যাপারে খুব বেশিকিছু বলতে নারাজ, ‘কাজ করছি… তো সেটা ম্যাচে দেখবেন। এটা তো এখানে বলার কিছু নাই।’

আফগান সিরিজে রশিদ খানের সঙ্গে তার বেশ কয়েকবার কথা হয়েছে। এই ব্যাপারেও আলোচনা করতে চান না রিশাদ, ‘আসলে লেগ স্পিনার হিসেবে টেকনিক্যাল ব্যাপার এবং প্রসেস নিয়ে কথা বলছিলাম। নরমালি একজন লেগ স্পিনারের সাথে যা কথা হয়, তেমনই। কথা বলেছি আমার সামনের পথ কীভাবে যাব না যাব, এসব নিয়ে। লম্বা প্রক্রিয়ার ব্যাপার আর কী। এসব ইনশাল্লাহ সামনে দেখবেন।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।