এটা আমার জন্য বড় সুযোগ— পিএসএলে যাওয়ার আগে রিশাদ

Featured Image
PC Timer Logo
Main Logo

বারবার সুযোগ পেয়েও বিদেশি লিগ খেলতে যাওয়া হচ্ছিল না রিশাদ হোসেনের। এর আগে কানাডার গ্লোবাল সুপার লিগ, বিগ ব্যাশে দল পেলেও খেলতে যাওয়া হয়নি বাংলাদেশি লেগস্পিনারের। সেই আক্ষেপটা এবার ঘুচছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন রিশাদ।

লাহোর কালান্দার্সের হয়ে এবার পিএসএল খেলবেন তরুণ লেগস্পিনার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্রও পেয়ে গেছেন। এবার পাকিস্তানের বিমান ধরার পালা।

তার আগে আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের লক্ষ্যের কথা জানালেন রিশাদ। বলেছেন দলকে চ্যাম্পিয়ন করতে চান। এমন একটা টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়াটা যে শেখার বড় একটা মাধ্যম সেটাও বলেছেন রিশাদ। বাংলাদেশি স্পিনারের মতে, এটা তার জন্য বড় সুযোগ।

মিরপুরে রিশাদ সাংবাদিকদের বলেছেন, ‘এটা আমার জন্য সুযোগ। আমার ভবিষ্যতের জন্য ভালো। বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। চেষ্টা করব এখান থেকে যতটুকু পারা যায় নেওয়ার।’

গত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন রিশাদ। তামিম ইকবালের নেতৃত্বে টুর্নামেন্টে শিরোপা জিতেছে দলটি। রিশাদের প্রত্যাশা, লাহোর কালান্দার্সের হয়েও শিরোপা জিতবেন তিনি, ‘যাচ্ছি, ভালো করার চেষ্টা করব। টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হয়ে আসার চেষ্টা করব।’

এর আগে পাকিস্তানে খেলার অভিজ্ঞতা আছে রিশাদের। অনেক পাকিস্তানি ক্রিকেটারের বিপক্ষেও খেলেছেন। সে হিসেবে ভালো একটা ধারণা নিশ্চয় আছে তরুণ লেগস্পিনারের।

পিএসএলে এই বিষয়টি কাজে লাগাতে চান রিশাদ, ‘পাকিস্তানের উইকেট দেখেছি, যতগুলো ব্যাটসম্যানের বিপক্ষে খেলেছি, ওদের সম্পর্কে ধারণা আছে; সেগুলো নিয়ে কাজ করছি। কে কোন জায়গায় ভালো খেলে, না খেলে—এসব আরকি।’

আগামী ১১ এপ্রিল থেকে মাঠে গড়ানোর কথা পিএসএলের এবারের আসরের।

banglanewsbdhub/এসএইচএস

পিএসএল
রিশাদ হোসেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।