এনআইডি জালিয়াতির অভিযোগে নির্বাচন কর্মকর্তা-কর্মচারী আটক

Featured Image
PC Timer Logo
Main Logo

আটক উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান (৫০)।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যে সংযোজন-বিয়োজনসহ বায়োমেট্রিক জালিয়াতির অভিযোগে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান (৫০) ও ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম (৩৫)।

জানা গেছে, গত সোমবার বিকেলে ঢাকা নির্বাচন কার্যালয়ে এনআইডি শাখার সহকারী পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে একটি তদন্তকারী দল জগন্নাথপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে এনআইডি দুর্নীতি অভিযোগে তদন্তে আসে। তদন্ত কার্যক্রমে বিভিন্ন নথিপত্রসহ ডকুমেন্টরি পর্যবেক্ষণ করে এনআইডি কার্ডে তথ্য সংযোজন-বিয়োজন ও বায়োমেট্রিক জালিয়াতিতে ওই কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে তথ্য প্রমাণ পায়।

পরে তদন্তকারী ওই কর্মকর্তা থানায় খবর দিলে পুলিশ অভিযুক্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান ও ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলমকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, ‘আটক দুইজন পুলিশ হেফাজতে রয়েছেন। তবে এখনো কর্তৃপক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি আমরা দেখছি।’

বাংলানিউজবিডিহাব/এমপি

আটক
নির্বাচন কর্মকর্তা
সুনামগঞ্জ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।