এবারের বিপিএলে টিকিট বিক্রি ১৩ কোটি, আগের দশ বিপিএল মিলিয়ে ১৫ কোটি!

Featured Image
PC Timer Logo
Main Logo

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিট বিক্রি প্রক্রিয়া ডিজিটাল মাধ্যমে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে ব্যাপক সাড়া মেলার কথা আগেই জানানো হয়েছিল বিসিবির পক্ষ থেকে। কতটা সাড়া মিলেছে তার পূর্ণাঙ্গ চিত্রটা এবার তুলে ধরলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

এবারের বিপিএলে প্রায় ১২ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে বলেছেন বিসিবি সভাপতি। সেই সঙ্গে টিকিট স্বত্ব বিক্রি বাবদ নতুন একটা চুক্তিও করেছে বিসিবি। তা থেকে প্রতি বছর আসবে ১ কোটি টাকা। সব মিলিয়ে এবারের বিপিএল থেকে টিকিট বিক্রি বাবদ প্রায় ১৩ কোটি টাকা আয় করেছে বিসিবি। অথচ আগের ১০ বিপিএল থেকে টিকিট বিক্রি বাবদ বিসিবির আয় ছিল ১৫ কোটি!

এমন তথ্য জানিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। রোববার (১৭ ফেব্রুয়ারি) বিসিবির পাঠানোর এক ভিডিও বার্তায় এসব বলতে শোনা যায় ফারুক আহমেদকে।

ফারুক আহমেদ বলেন, ‘পুরো বিপিএলে আমরা প্রায় ১২ কোটি ২৫ লাখ টাকার টিকিট বিক্রি করেছি। এ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত ১০ আসরে যে টিকিট বিক্রি করেছে, ১৫ কোটি টাকার মতো। সেটা বিবেচনা করলে আমরা এক বছরেই সেটার কাছাকাছি চলে গিয়েছি। আমরা টিকিট স্বত্ব বিক্রি বাবদও তিন বছরের চুক্তি করেছি এক কোটি টাকা করে।’

এবারের বিপিএলে তারকা বিদেশি ক্রিকেটার ছিলেন না তেমন। তাতে টুর্নামেন্টের জৌলুস কিছুটা কমেছে বটে। বিপিএল যে সময়টাতে হয় একই সময়ে দক্ষিণ আফ্রিকা ও দুবাইতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফলে বিদেশি বড় তারকাদের সেভাবে পাওয়া যায় না বিপিএলে।

এসব চিন্তা করে বিপিএলের সময় পরিবর্তনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ফারুক আহমেদ বলেন, ‘আগামীর বিপিএল নিয়ে এখনই কাজ শুরু করে দিয়েছি। একটা সময় বের করেছি আমরা। এখন তো সব দেশে অনেকগুলো টি–টোয়েন্টি টুর্নামেন্ট হয়, ওগুলোর সঙ্গে সময়টা সাংঘর্ষিক হয়ে যায়। আমরা একটু অন্যরকম করে করতে পারি সময়, যেন একটু মানসম্পন্ন বিদেশি পাই।’

এবারের বিপিএলে নানান সমালোচনা শোনা গেছে। প্রথম দিকে টিকিটি নিয়ে বিশৃঙ্খলা ছিল। পরে সময়মতো ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়া, স্পট ফিক্সিং নিয়ে সন্দেহের কথাও শোনা গেছে। তবে এসবের মধ্যেও কিছু ইতিবাচক বিষয়ও ছিল।

এবার বিপিএলে পিচ ভালো ছিল। দেশীয় ক্রিকেটাররা রান করেছেন। মাঠে দর্শক ছিলেন। সব মিলিয়ে বিপিএল বেশ ভালোই হয়েছে মনে করছেন বিসিবি বস, ‘বিপিএলে কিছু সীমাবদ্ধতা ছিল। টিকিট যেহেতু নতুন একটা সিস্টেমে (হয়েছে), প্রথম দিকে ঝামেলা ছিল। দুয়েকটা ফ্র্যাঞ্চাইজি টাকা দেওয়ার ব্যাপারেও একটু অসুবিধার সৃষ্টি করেছে। তবে যদি সব মিলিয়ে দর্শক, উইকেট, টিকিট বিক্রি, দর্শকদের অংশগ্রহণ এবং আমাদের টিভি প্রোডাকশন ভালো হয়েছে।’

banglanewsbdhub/এসএইচএস

ফারুক আহমেদ
বিপিএল
বিসিবি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।