এবার কর্ণফুলী থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, তিন-চার দিন আগে অজ্ঞাত এই যুবকের মৃত্যু হয়। রোববার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বন্দর থানার নৌ বার্থের পেছনে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, অজ্ঞাত ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল নীল রঙের জিন্স প্যান্টের সঙ্গে একটি টি-শার্ট এবং তার ওপর একটি কালো বেল্ট। লাশ পচে যাওয়ায় চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেলে নগরীর টাইগারপাস এলাকার রেলওয়ে কলোনির ১৯/২ নম্বর পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, তিন-চার দিন আগে ওই যুবকেরও মৃত্যু হয়েছে।

  • উদ্ধার
  • কর্ণফুলী
  • মৃতদেহ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।