এবার চট্টগ্রাম মেডিকেলে একসঙ্গে ৪ শিশুর জন্ম – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার শিশুর জন্ম দিয়েছেন এক মা। নবজাতকদের মধ্যে দুই জন ছেলে ও দুই জন কন্যাশিশু। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে এসব শিশুর জন্ম হয়।

অস্ত্রোপচারের নেতৃত্ব দিয়েছেন হাসপাতালের সহযোগী অধ্যাপক, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি ইউনিট প্রধান ডা. তাসলিমা বেগম। মা ও চার সন্তানের সবাই সুস্থ আছে। তাদেরকে হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন এই চিকিৎসক।

জন্ম নেওয়া চার শিশুর মধ্যে একজনের ওজন ১.৪ কেজি, আরেকজনের ১.৩ কেজি এবং ২ জনের ১.২ কেজি। সাধারণত সুস্থ নবজাতকের স্বাভাবিক ওজন ২.৮ থেকে ২.৯ কেজি হয়। বিগত দুই মাস ধরে ওই নারী চমেক হাসপাতালে ভর্তি ছিলেন। তবে তার নাম জানাতে অপারগতা প্রকাশ করেন ডা. তাসলিমা বেগম।

  • ৪ শিশু
  • চট্টগ্রাম
  • জন্ম
  • মেডিকেল
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।