
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ৪ কর্মীকে লাঞ্ছিত করার ঘটনায় এমআরটি পুলিশের দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সকালে মেট্রোরেলের সচিবালয় স্টেশনে গণমাধ্যমকে এ তথ্য জানান মেট্রোরেলের এমডি ফারুক আহমেদ।
তিনি বলেন, কর্মীদের লাঞ্ছিত করার ঘটনায় ইতোমধ্যে এমআরটি পুলিশের এক এসআইসহ দুইজনকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে একটি তদন্ত কমিটিও করা হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষের তড়িৎ পদক্ষেপের ফলে বর্তমানে নিয়ম অনুযায়ী নির্বিঘ্নে মেট্রোরেল চলাচল করছে।
এর আগে এমআরটি পুলিশ সদস্যদের দ্বারা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চার কর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগে সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতির ঘোষণা দেন মেট্রোরেল কর্মীরা।