এমবাপের হ্যাটট্রিকে সিটির বিদায়

Featured Image
PC Timer Logo
Main Logo

এমবাপের হ্যাটট্রিকে দ্বিতীয় রাউন্ডে রিয়াল

ইতিহাদে প্লে-অফের প্রথম লেগে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনে জয় পেয়েছিলেন তারা। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ দেখালো তাদের চিরচেনা বিধ্বংসী রূপ। কিলিয়ান এমবাপের দুর্দান্ত এক হ্যাটট্রিকে প্লে-অফের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে শেষ ১৬তে পৌঁছে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল।

৩-২ গোলে এগিয়ে থেকে বার্নাব্যুতে মাঠে নেমেছিল রিয়াল। ম্যাচের মাত্র ৪ মিনিটের মাথায় দলকে লিড এনে দেন এমবাপে। অ্যাসেনসিওর অবিশ্বাস্য এক পাসে বল পেয়ে গোল করতে ভুল করেননি এমবাপে। ৩৩ মিনিটে লিড দ্বিগুণ করে রিয়ালের দ্বিতীয় রাউন্ড অনেকটাই নিশ্চিত করেন এই ফরাসি তারকা। রদ্রিগোর বাড়ানো বলে দারুণ এক ফিনিশিংয়ে হাফ টাইমের আগেই রিয়ালকে ২-০ গোলে এগিয়ে দেন এমবাপে।

ম্যাচের ৬১ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে। ভালভার্দের বাড়ানো বলে দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে উল্লাসে মাতেন তিনি। ৯২ মিনিটে নিকো গঞ্জালেসের গোল শুধু সিটির হারের ব্যবধানই কমিয়েছে।

শেষ পর্যন্ত দ্বিতীয় লেগে ৩-১ ব্যবধানের জয় নিয়ের মাঠ ছাড়ে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানের জয়ে প্লে-অফের বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। নিজের ক্যারিয়ারে এই প্রথম চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের আগেই বিদায় নিলেন পেপ গার্দিওলা। ২০১২-১৩ মৌসুমের পর এই প্রথমবার শেষ ১৬তে উঠতে ব্যর্থ হলো সিটি।

রাতের অন্য ম্যাচে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়ে শেষ ১৬তে পৌঁছে গেছে পিএসভি আইন্দহোভেন। ব্রেস্টকে ৭-০ গোলে বিধ্বস্ত করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে পিএসজি। স্পোর্টিং লিসবনের সাথে গোলশূন্য ড্র করে পরের রাউন্ডে উঠেছে বরুশিয়া ডর্টমুন্ড।

banglanewsbdhub/এফএম

কিলিয়ান এমবাপে
চ্যাম্পিয়নস লিগ
ম্যানচেস্টার সিটি
রিয়াল মাদ্রিদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।