সদ্য সমাপ্ত এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স খুবই হতাশার হয়েছে তেমনটা বলা যাবে না। আফগানিস্তানের মতো দলকে পেছনে ফেলে সুপার ফোরে খেলেছে বাংলাদেশ। তবে সুপার ফোরে গিয়ে ফাইনালে ওঠার যে দারুণ সুযোগটা পেয়েছিল বাংলাদেশ সেটা কাজে লাগেত পারেনি। বড় হতাশা সেটা নিয়েই।
এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে পাকিস্তানকে ১৩৫ রানেই আটকে রেখে ফাইনালের স্বপ্ন ধরা দেওয়ার কাছাকাছি পৌঁছেছিল বাংলাদেশ। কিন্তু পরে ব্যাটিং ব্যর্থতায় এই রানটাও না করতে পেরে হেরে গেছে বাংলাদেশ। এসব দুঃস্মৃতি পেছনে ফেলে সামনে এগুনোর লক্ষ্য বাংলাদেশের।
এশিয়া কাপ শেষ হতেই সেই সংযুক্ত আরব আমিরাতেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের মধ্যে টি-টোয়েন্টি সিরিজটা মাঠে গড়াচ্ছে আজ রাতে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক বলেছেন, হতাশা ভুলে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য তার দলের।
চোটের কারণে এশিয়া কাপে বাংলাদেশের দুই মহা-গুরুত্বপূর্ণ ম্যাচ ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি অধিনায়ক লিটন দাস। তার বদলে ওই দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন জাকের আলি অনিক।
লিটন আফগানিস্তান সিরিজেও খেলতে পারছেন না বলে এই সিরিজেও নেতৃত্বটা জাকেরের কাঁধেই পরেছে। এই উইকেটরক্ষক ব্যাটার বলছিলেন, ‘আমরা এখানে এসেছি এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে, সেটা হয়নি। ব্যাপারটা হতাশার। তবে এই সিরিজ খেলার জন্য মানসিকভাবে ভালো অবস্থায় আছি।’
লিটনের নেতৃত্ব ও ব্যাটিং বাংলাদেশ যে মিস করছে সেটাও বলেছেন জাকের, ‘লিটনের না থাকাটা আমাদের জন্য কষ্টের। সে আমাদের অধিনায়ক, ব্যাট হাতেও ভালো করছিল। ওর অনুপস্থিতি এশিয়া কাপে ভুগিয়েছে। তবে সামনে এগিয়ে যেতেই হবে।’