এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া: জাকের আলী

Featured Image
PC Timer Logo
Main Logo

অনিশ্চয়তা কাটিয়ে সেপ্টেম্বরে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। এর মধ্যেই এশিয়া কাপের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়ে গেছে বাংলাদেশ দলের। সপ্তাহ দেড়েক পর নেদারল্যান্ডসের বিপক্ষে একটা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেটা এশিয়া কাপের প্রস্তুতি হিসেবেই। ইতোমধ্যেই নেদারল্যান্ডস সিরিজের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু করেছেন ক্রিকেটাররা।

এশিয়া কাপের প্রস্তুতির মধ্যে জাকের আলী অনিক বললেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এশিয়া কাপ খেলতে যাবে বাংলাদেশ।

কদিন ধরে মিরপুরে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। আগামীকাল নেদারল্যান্ডস সিরিজের ভেন্যু সিলেটে যাবে বাংলাদেশ দল। তার আগে আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাকের।

এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য জানতে চাইলে জাকের বলেছেন, ‘আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। আমিসহ দলের সবাই এটা বিশ্বাস করে। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’

এবারের এশিয়া কাপের আয়োজক ভারত হলেও টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এশিয়া কাপে ব্যক্তিগত লক্ষ্য জানতে চাইলে জাকেরের উত্তর, ‘না, আমি নরমালি এত গোল সেট করি না আসলে। কারণ টি-টোয়েন্টিতে আমার ব্যাটিংটা সার্টেন চেঞ্জ হয়ে যায়। কখনো আগে যেতে হয়, তো আসলে ঐরকম গোল সেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ঐরকমই গোল থাকে, যে ম্যাচে যে পজিশনে যাব, যদি পাঁচে ব্যাটিং করি একটু বড় রান করার, আর যদি সাতে কিংবা ছয়ে ব্যাটিং করি তখন কুইক যত কম বলে যত রান করা… এরকমই, এর চেয়ে বেশি গোল করা আমার জন্য পসিবল হয় না আসলে।’

শক্তির বিচারে নেদারল্যান্ডস বাংলাদেশের চেয়ে অনেকটা পিছিয়ে। বাংলাদেশ নিশ্চয় তিন ম্যাচ সিরিজের সবকটা ম্যাচই জিততে চাইবে। জাকেরও বললেন তেমন কথাই।

তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে যদি বলি, তাহলে এটা একটা আন্তর্জাতিক সিরিজ। অবশ্যই আমাদের প্রতিটি ম্যাচ জেতার জন্য যাওয়া উচিত। দলেরও একইরকম চিন্তা-ভাবনা রয়েছে। আন্তর্জাতিক ম্যাচ, প্রতিটি ম্যাচে জিততে হবে, একই প্রচেষ্টা দিয়ে খেলতে হবে। হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। আমরা যেভাবে ক্রিকেট খেলি, সেটি যেকোনো দলের বিপক্ষেই হোক, আমরা সমানভাবে চেষ্টা করব।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।