এশিয়া কাপ ২০২৫ বাংলাদেশকে যেখানে উন্নতি করতে হবে— মিসবাহ, মালিকের পরামর্শ

Featured Image
PC Timer Logo
Main Logo

এশিয়া কাপে গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলা শেষ বাংলাদেশের। ২ ম্যাচ জিতলেও এখনো নিশ্চিত নয় সুপার ফোরে ওঠা। বাংলাদেশের স্বপ্ন ঝুলে আছে শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচের ওপর। সুপার ওভারের অপেক্ষায় থাকা বাংলাদেশকে অবশ্য বেশ কিছু পরামর্শ দিলেন সাবেক পাকিস্তান ক্রিকেটার মিসবাহ উল হক ও শোয়েব মালিক। তারা বলছেন, ব্যাটিংয়ে বেশি মনোযোগ না দিলে বেশিদূর এগোতে পারবেন না লিটন দাসরা।

তিন ম্যাচের দুটিতে জয় পেলেও বাংলাদেশের ব্যাটিং খুব একটা মন ভরাতে পারেনি সমর্থকদের। বিশেষ করে পাওয়ার হিটিংয়ের দুর্বলতা বেশ চোখে লেগেছে টুর্নামেন্টজুড়েই। ডেথ ওভারেও খুব বেশি রান তুলতে পারেনি বাংলাদেশি ব্যাটাররা।

ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাডের এক অনুষ্ঠানে মিসবাহ বলছেন, ডেথ ওভারে আরও ভালো করতে হবে বাংলাদেশকে  ‘শেষের দিকে আসলে তারা আরও রান নিতে পারত। ১৭০ রান করা দরকার ছিল অন্তত। তাদের হাতে উইকেট ছিল, ক্রিজে ফিনিশারও ছিল। তবে তারা বলে বলে রান নিয়েছে। টুর্নামেন্টে সামনে এগিয়ে গেলে তাদের এসব জায়গায় উন্নতি লাগবে।’

সুপার ফোরে উঠলে বাংলাদেশ একাদশে বেশ কিছু পরিবর্তন আনার পক্ষে মালিক, ‘‘সাইফ হাসান ওপেনার, তাকে আসলে ব্যাটিং অলরাউন্ডারও বলা যায় না। তাকে তারা ৫ম বোলার বানিয়েছে। যাকে আসলে আমি ৫ম বোলার বলতে চাইব না, তাকে আমি ৭ম বোলার বলব। শামীমের ব্যাপারে বলব আন অর্থডক্স স্পিনারদেরকে খেলতে গেলে স্কয়ার অব দ্যা উইকেটরান করতে হবে। তাদের ডাউন দ্যা উইকেটে খেলতে গেলে কঠিন হবে। শামীমকে তারা আগে পাঠিয়েছে। সে কিছু বড় শট খেলেছে। এমন একজনকে পাঠানো হল যে সুইপ রিভার্স সুইপ খেলতে পারে যেন চাপ কমে।’

আজ শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচের পরেই জানা যাবে টুর্নামেন্টে বাংলাদেশের ভাগ্যে কী আছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।