এশিয়া কাপ ২০২৫ ভারতের ‘যুদ্ধবিমান’ বিধ্বস্তের ইঙ্গিত দিয়ে নিষিদ্ধ হচ্ছেন রউফ?

Featured Image
PC Timer Logo
Main Logo

গ্রুপ পর্বের লড়াইয়ে হাত না মেলালেও দুই দলের ক্রিকেটারদের মধ্যে তেমন উত্তাপ ছড়ায়নি। সুপার ফোরে এসে দেখা গেল সেই চিরচেনা উত্তাপ। বিশেষ করে পাকিস্তান পেসার হারিস রউফের সঙ্গে ভারতীয় ক্রিকেটার ও সমর্থকদের কয়েক দফা কথার লড়াই হয়েছে। ম্যাচ চলার সময় এমনটাও দেখা গেছে, গ্যালারিতে থাকা ভারতীয় সমর্থকদের উদ্দেশ্য করে যুদ্ধবিমান বিধ্বস্তের ইঙ্গিত দিচ্ছেন রউফ। আর এমন ইঙ্গিতেই নিষেধাজ্ঞা নেমে আসতে পারে রউফের উপর।

গত এপ্রিলে কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তন সংঘাত চরমে পৌছায়। এই সময় দুই দেশ একে অন্যের আকাশপথেও হামলা করে। সেই হামলায় ভারতের ৬টি রাফায়েল যুদ্ধবিমান বিধ্বস্তের দাবি করে পাকিস্তান।

দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে একছত্র আধিপত্যে তখন সহজ জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল ভারত। বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করা রউফ গ্যালারিতে থাকা ভারতীয় সমর্থকদের দিকে বিমা বিধ্বস্তের ইঙ্গিত করেছে। দুই পক্ষের মধ্যে কিছুটা কথা চালাচালিও হয়েছে।

এর আগে বোলিং করতে এসেই ভারতীয় ওপেনার অভিষেক শর্মার সঙ্গে তর্কে জড়িয়েছেন রউফ। আম্পায়ার এসে দুই পক্ষকে সামাল দিয়েছেন।

ভারতীয় সমর্থকের উদ্দেশে বিমান বিধ্বস্তের এমন ইঙ্গিত করে ফেঁসে যেতে পারেন রউফ। ম্যাচ রেফারির কাছে ভারত যদি অভিযোগ করে, তাহলে জরিমানাসহ নিষিদ্ধও হতে পারেন এই পাকিস্তান পেসার।

আগামী ২৩ সেপ্টেম্বর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।