এস্পানিওলের মাঠে শিরোপা উদযাপনের অপেক্ষায় বার্সা

Featured Image
PC Timer Logo
Main Logo

গত রাতেই নিশ্চিত হতে পারত তাদের শিরোপা। অন্তিম মুহূর্তের গোলে রিয়াল মাদ্রিদের জয়ে শিরোপার জন্য আরেকটু অপেক্ষা করতে হচ্ছে বার্সেলোনাকে। আজ রাতে এস্পানিওলের মাঠে জিতলেই লা লিগার শিরোপা পুনরুদ্ধার করবে বার্সা। ম্যাচের আগে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলছেন, শিরোপা জিতলে প্রতিপক্ষের মাঠে উদযাপনের সময় ‘বাড়াবাড়ি’ করবেন না তারা।

২০২৩ সালেও ছিল ঠিক একই দৃশ্যপট। সেবারও এস্পানিওলকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বার্সা। জয়ের পর মাঠে উদযাপন করেছিলেন বার্সা ফুটবলাররা। সেই সময় এস্পানিওলের সমর্থকরা তাদের ওপর চড়াও হয়। গ্যালারি থেকে ছুটে আসা এমন দর্শকদের হাত থেকে বাঁচতে ড্রেসিংরুমে ফিরে যান লেভানডস্কিরা।

এবারও এস্পানিওলের মাঠে বার্সার সামনে হাতছানি দিচ্ছে লা লিগা শিরোপা। আজ রাতে জিতলেই এক মৌসুম পর লিগ শিরোপা ঘরে তুলবে কাতালানরা।

ফ্লিক অবশ্য এবার উদযাপনের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকার আভাস দিলেন, ‘আমার মনে হয় না ম্যাচের আগে উদযাপন নিয়ে বেশি ভাবা উচিত। ম্যাচেই সব মনোযোগ থাকতে হবে। দুই বছর আগে এখানে যা হয়েছিল সেটা আমি দেখেছি। আমরা যাই করি না কেন, সেটা সম্মানের সঙ্গে করতে হবে। আগে তিন পয়েন্ট, তারপর শিরোপা উদযাপন নিয়ে ভাবা যাবে।’

মৌসুমজুড়ে দাপট দেখানো বার্সার শক্তিমত্তার সামনে এস্পানিওল বেশ দুর্বলই বলা চলে। শেষ ৩ ম্যাচে টানা হেরেছে এস্পানিওল। ফ্লিক তবুও এস্পানিওলকে হালকাভাবে নিচ্ছে না, ‘এটা কাতালান ডার্বি। মৌসুমের দ্বিতীয় ভাগে তারা খুবই ভালো করেছে। তাদের ভালো কিছু ফুটবলার আছে। তারা জানে এরকম ম্যাচে কীভাবে খেলতে হবে। আমরা তাই এই ম্যাচটা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গেই নিচ্ছি।’

আজ রাত ১.৩০ মিনিটে মুখোমুখি হবে বার্সেলোনা-এস্পানিওল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।