এহতেসাম উল হক ওএসডি, মাউশি’র নতুন ডিজি আজাদ খান

Featured Image
PC Timer Logo
Main Logo

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)

ঢাকা: শিক্ষক-কর্মচারীদের টানা আন্দোলনের মুখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক পদ থেকে অধ্যাপক এহতেসাম উল হককে সরিয়ে দিয়েছে সরকার। নিয়োগের ২০ দিনের মাথায় তাকে এ পদ থেকে সরানো হলো। এদিনই নতুন মহাপরিচালক হিসেবে অধ্যাপক আজাদ খানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে এহতেসাম উল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। দুই প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. মাহবুব আলম।

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যাপক আজাদ খান। মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে দায়িত্ব দিয়ে বুধবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

আরেক প্রজ্ঞাপনে মহাপরিচালক পদ থেকে অধ্যাপক এহতেসাম উল হককে সরিয়ে ওএসডি করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ড. মো. এহতেসাম উল হককে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে মাউশির বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে বদলি/পদায়ন করা হলো।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি পটুয়াখালী সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক এহতেসাম উল হককে মাউশির মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর থেকেই ক্ষোভ জানান শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। একপর্যায়ে তাকে সরিয়ে দেওয়ার দাবিতে কয়েক দফায় বিক্ষোভ, সমাবেশ ও শিক্ষাভবন ঘেরাও কর্মসূচি করেন শিক্ষক ও কর্মচারীরাও।

বাংলানিউজবিডিহাব/জেআর/এইচআই

মাউশি
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।