ঐক্যের জায়গায় এখনো আমাদের ব্যর্থতা আছে : মির্জা ফখরুল – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একাত্তরে আমরা যুদ্ধে ছিলাম। এরপর আমিও গণতান্ত্রিক যুদ্ধে ছিলাম। এখন ঐক্যের জন্য লড়বো, দেশ গড়বো, পথ দেখাবো। আজ এই বয়সে এসে আমার মনে হচ্ছে আমরা এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছি।

শুক্রবার সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী ও গুণীজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের শাসনামলে ১৫ বছরে ২৮০ বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়েছে মন্তব্য করে তিনি বলেন, বিগত সরকারের আমলে প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে, যা ১৫ বছরের হিসাবে প্রায় ২৮ হাজার কোটি ডলার। এখন বাংলাদেশ নতুন করে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহেদা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রফেসর একেএম আল আবদুল্লাহ, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, ঠাকুরগাঁও সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম গোলাম রব্বানী, যশোর এমএম কলেজের সাবেক অধ্যক্ষ তসলিম উদ্দিন, জেলা বিএনপি’র সাবেক অধ্যক্ষ ড. কেবিএম কলেজের আমিনুল হক। অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • বিএনপির মহাসচিব মো
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।