ওটিটিতে এলো ‘পুষ্পা ২’

Featured Image
PC Timer Logo
Main Logo

বহুল প্রতীক্ষার পর এবার ওটিটি প্লাটফর্মে মুক্তি পেল গেল বছর ভারতের সবচেয়ে বেশী আয় করা সাড়া জাগানো ছবি ‘পুষ্পা: দ্য রুল’। বুধবার দিবাগত রাত থেকেই দর্শক ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে সিনেমাটি দেখতে পারছেন।

ওটিটির দর্শকরা ‘পুষ্পা: দ্য রুল’-এর অতিরিক্ত ২৩ মিনিট বোনাস হিসেবে পাচ্ছেন! সিনেমা হলের দর্শকরা ‘পুষ্পা ২’ দেখেছেন ৩ ঘণ্টা ২১ মিনিট, কিন্তু ওটিটির দর্শকরা পেলেন ৩ ঘণ্টা ৪৪ মিনিট।

‘পুষ্পা’র আনকাট ভার্সন দেখে এরইমধ্যে উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শকরা। অনেকে সিনেমা হলে দেখার পরেও বাড়তি ২৩ মিনিটের জন্য পুনরায় ওটিটিতেও সিনেমাটি দেখছেন বলে জানাচ্ছেন।

হিন্দি, তেলেগু, তামিল, মালায়ালম এবং কন্নড়- এই পাঁচ ভাষায় সিনেমাটি দেখা যাচ্ছে। আনকাট ভার্সনে দর্শকদের জন্য থাকছে ‘সারপ্রাইজ’!

আশানুরূপভাবেই ‘পুষ্পা ২’ মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছিলেন আল্লু অর্জুন। বিশ্বজুড়ে ১৫০০ কোটি টাকার বেশি আয় করে ‘পুষ্পা ২’। সেই সময়ই শোনা গিয়েছিল, শুধু বড়পর্দা নয়, অনলাইনেও রিলিজ হবে এই সিনেমা। সূত্রের খবর ছিল, বড়পর্দায় রিলিজের অন্তত ৫৬ দিন পর ওটিটি-তে আসবে ‘পুষ্পা’। সেই নিয়ম মেনেই ৩০ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেল ‘পুষ্পা ২’।

banglanewsbdhub/এজেডএস

পুষ্পা-২

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।