কক্ষে মিলল রুয়েট ছাত্রের মরদেহ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে রাজশাহী নগরের ফুদকিপাড়া এলাকার ‘এবেলা হোস্টেল’-এর একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ছাত্রের নাম মেহেদী হাসান (২৪)। তিনি রুয়েটের নগর ও আঞ্চলিক পরিকল্পনা (ইউআরপি) বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। রাতে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মেহেদীর গ্রামের বাড়ি রংপুরের আলমনগরে। তার বাবার নাম নূর ইসলাম।

ওই কক্ষে মেহেদী একা থাকতেন, রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মো: রবিউল ইসলাম সরকার জানান, রাত ১০টার দিকে ওই ছাত্রের মা অপর এক শিক্ষার্থীকে ফোনে মেহেদীকে পাওয়া যাচ্ছে না বলে জানান। পরে ছাত্রাবাসে গিয়ে ফোন করলেও কোনো সাড়া পাননি তিনি। একপর্যায়ে সেখানে হাজির হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে পুলিশের সহায়তায় ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা মেহেদী আত্মহত্যা করেছে। এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, রাতে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।

  • উদ্ধার
  • মৃতদেহ
  • রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • ছাত্র
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।