
প্রতীকী ছবি
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় এক জামায়াত নেতার নেতৃত্বে হামলার শিকার হয়ে গুরুতর আহত রহিম উদ্দিন সিকদার (৫০) নামের এক বিএনপি নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রহিম উদ্দিন সিকদার ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন।
ঘটনার বিষয়ে নিহতের বড় ভাই ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার জানান, গত রবিবার (১৩ জুলাই) রাতে জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে স্থানীয় একদল হামলাকারী তার ভাই রহিম উদ্দিনসহ পরিবারের ওপর হামলা চালায়।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং নিহতের পরিবারের অভিযোগ, হামলায় নেতৃত্ব দেন কক্সবাজার পৌরসভার ফাতেরঘোনা ইউনিট জামায়াতে ইসলামীর আমির আব্দুল্লাহ আল নোমান। বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক এবং কক্সবাজার সদর-রামু-ঈদগাঁ সংসদীয় আসনের সাবেক এমপি লুৎফর রহমান কাজলও অভিযোগ করেছেন এ হত্যাকাণ্ডে উক্ত জামায়াত নেতা জড়িত। সেই সঙ্গে হামলায় অংশগ্রহণ করেন জামাই মিজান, মুজিব ও এনামসহ আরো কয়েকজন।
হামলাকারীরা অতর্কিতভাবে লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন নিহতের ভাই শফিকুর রহমান।
গুরুতর আহত অবস্থায় রহিম উদ্দিনসহ অন্যান্যদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রহিম উদ্দিনকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিএনপি নেতার মৃত্যুতে কক্সবাজারে বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান বলেন, সংঘটিত ঘটনার বিষয়ে পুলিশ অবগত আছে। এর মধ্যে আহত একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। এখনো পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি।