কক্সবাজারে এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, চকরিয়া ও মহেশখালী উপজেলার সংযোগস্থল বদরখালী ব্রিজের কাছে প্যারাবন নামক স্থানে এ ঘটনা ঘটে। ২৫ বছর বয়সী ওই নারী মহেশখালী উপজেলার বাসিন্দা। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী ওই নারী জানান, চট্টগ্রামের বাঁশখালীতে বোনের আকদ অনুষ্ঠান শেষে বদরখালী স্টেশন থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে যান্ত্রিক ত্রুটির কারণে অটোরিকশা চালক তাকে বদরখালী-মহেশখালী সেতুর মধ্যবর্তী সড়কে ফেলে দেন।
পরে আবার সিএনজি স্টেশনে যাওয়ার পথে কয়েকজন যুবক তাকে ব্রিজের কাছে প্যারাবনে নিয়ে যায়। সেখানে প্রায় ৮ থেকে ১০ জন যুবক তাকে অস্ত্রের ভয় দেখিয়ে কয়েক দফা ধর্ষণ করে।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে বদরখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানান তিনি।
ঘটনাস্থল থেকে যারা ওই নারীকে উদ্ধার করেছেন তাদের একজন হলেন চকরিয়া এলাকার স্থানীয় সাংবাদিক আল জাবের।
ঘটনার সঙ্গে অটোরিকশা চালক জড়িত দাবি করে আল জাবের বলেন, অটোরিকশা চালকের নাম সাইমন। বদরখালী এলাকায় তাদের একটি সংগঠিত সিন্ডিকেট রয়েছে। ছোটন, শরীফসহ সাকিব নামে কয়েকজন যুবকও এই সিন্ডিকেটের সদস্য। রাত বাড়ার সাথে সাথে তারা এমন অপরাধ করে।
ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে রাত থেকেই ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছেন। লিখিত অভিযোগ পেয়ে তারা আইনগত ব্যবস্থা নেবেন।