কপিল শর্মার ক্যাফেতে গুলি, কানাডা ছাড়তে হুমকি খালিস্তানিদের

Featured Image
PC Timer Logo
Main Logo

সদ্য কানাডায় ক্যাফে খুলেছিলেন বলিউডের কৌতুকশিল্পী তথা অভিনেতা কপিল শর্মা। যার তত্ত্বাবধানে রয়েছেন তার স্ত্রী গিনি চাতার্থ। আর ক্যাফে খোলার দিন কয়েকের মধ্যেই ঘটলো দুর্ঘটনা। বুধবার রাতে খালিস্তানিদের ৯ রাউন্ড গুলিতে ঝাঁজরা হয় কপিলের ক্যাফের কাঁচের দেওয়াল। এই আক্রমণের দায় স্বীকার করে নিয়েছেন খালিস্তানি জঙ্গী সংগঠনের নেতা হরজিৎ সিংহ লাড্ডি। যদিও কোনও হতাহতের খবর নেই, তবে এই ঘটনায় ভেঙে পড়েছেন কপিল শর্মার ক্যাফের টিম। বৃহস্পতিবার রাতেই এক বিবৃতিতে টিমের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এখনও ধাক্কা সামলে উঠতে পারিনি, তবে হাল ছাড়ছি না।’ এমন আবহেই ফের হুমকি কপিল শর্মাকে।

ক্যাফেতে গোলাগুলির পরদিনই খালিস্তানি হরজিৎ সিংহ লাড্ডি সতর্ক করেছিলেন কপিলকে। এবার গুরপতওয়ান্ত সিং পান্নুন এক ভিডিও বার্তায় খোলাখুলি কপিল শর্মাকে কানাডা থেকে ব্যবসা গুটিয়ে চলে যাওয়ার হুমকি দিলেন।

কিন্তু কেন কপিলের ক্যাফেতে আক্রমণ? সন্ত্রাসগোষ্ঠী বব্বর খালসা ইন্টারন্যাশনালের হরজিৎ সিংহ লাড্ডির মন্তব্য, ‘সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয়ে এমন মন্তব্য করেন কপিল, যার কারণে এই হামলা। এটা শুধু সাবধানবাণী।’ তবে শত্রুতা এখানেই শেষ হয়নি! শনিবার কৌতুকাভিনেতার বিরুদ্ধে সুর চড়ালেন খলিস্তানপন্থী ‘এসএফজে’র নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন। এক ভিডিও বার্তায় কপিল শর্মাকে খোলাখুলি হুমকি দিয়েছেন তিনি। পান্নুনকে সেখানে বলতে শোনা যায়, ‘কানাডা তোমার ব্যবসার জায়গা নয়। তোমার রক্তমাখা টাকা নিয়ে হিন্দুস্তানে ফেরত চলে যাও। ব্যবসার আড়ালে সহিংস হিন্দুত্ববাদী মতাদর্শকে কানাডার মাটিতে শিকড় গাড়তে দেব না।’ উল্লেখ্য, খালিস্তানপন্থী এই সংগঠন ‘এসএফজে’ ভারতে কালো তালিকাভুক্ত।

এর আগে জানা গিয়েছে, বুধবার রাতে আচমকাই একটি গাড়ি করে আসে একদল দুষ্কৃতী। তারপরই সদ্য শুরু হওয়া কপিলের ক্যাফে লক্ষ করে অতর্কিতে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এদিকে এই হামলার পর কানাডার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।